নয়াদিল্লি : ছেলের বিয়েতে আমন্ত্রণ জানাতে নাকি তিনি নিজে গিয়েছিলেন ১০ জনপথ রোডে। সূত্রের খবর, গত ৪ জুলাই মুকেশ আম্বানি নিজে গিয়ে গান্ধী পরিবারকে আমন্ত্রণ জানিয়ে আসেন। যদিও, গান্ধী পরিবারের কেউ যোগ দিলেন না মুকেশ-পুত্র অনন্ত আম্বানির বিয়েতে। তবে, অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতে গান্ধী পরিবারের তরফে তাঁদের শুভেচ্ছাবার্তা পাঠালেন কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার সদস্য সনিয়া গান্ধী।
অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতে অবশ্য দেখা গেল রাজনৈতিক জগতের একাধিক বড় মুখকে। মুকেশ-পুত্রের বিয়েতে শামিল হতে মুম্বই যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, বিজেপি নেত্রী স্মৃতি ইরানি ও আরজেডি সুপ্রিমো।
মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠান। ভারতীয় সংস্কৃতি, সভ্যতা, আধ্যাত্মিকতা, সঙ্গীত-সহযোগে বিশাল জাঁকজমকের মাধ্যমে এক হয় চার হাত। বিয়ের থিম করা হয়েছিল, An Ode to Varanasi.' যার মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী এই শহরের ঐতিহ্য, শিল্প, কলা, সংস্কৃতি ও পরিত্রতা তুলে ধরা হয়। শুধু তা-ই নয়, বিয়ের মেনুতেও জায়গা করে নিয়েছিল - চাটের মতো বারাণসীর রাস্তার খাবার। এছাড়া মিঠাই, লস্যি, পান, মুখওয়াসের মতো মেনু।
এদিন মা নীতা অম্বানি ও বাবা মুকেশ অম্বানির সঙ্গে বিয়ের আসরে পৌঁছন অনন্ত অম্বানি। মা নীতা অম্বানির হাতে ছিল ঈশ্বরের মূর্তি। সোনালির ওপর বিভিন্ন রঙের কাজে সেজেছিলেন নীতা অম্বানি। গোলাপি শেরওয়ানিতে সেজেছিলেন বাবা মুকেশ অম্বানি। অনন্ত অম্বানির শেরওয়ানিতে লালের ওপর সোনালি ভারি কাজ। গোটা পরিবারই ফ্রেমবন্দি হন। অন্যদিকে, গোলাপি আভায় অপরূপ লেহঙ্গা, কোটি কোটি টাকার গয়নায় সেজে ওঠে রাধিকা মার্চেন্টের বিবাহবেশ। রাধিকার ছবি প্রকাশ্যে আসতেই কার্যত যেন চোখে ধাঁধা লেগে যায় নেটদুনিয়ার।
আম্বানি পুত্রের বিয়েতে হাজির হয়েছিলেন বিনোদন থেকে ক্রীড়া , শিল্প থেকে রাজনৈতিক মহলের বিভিন্ন নামী-দামি ব্যক্তিত্ব। অম্বানিদের বিয়েতে একসঙ্গে আসেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শ্বেতা, নব্যা ও অভিষেক। জল্পনার অবসান ঘটিয়ে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে উপস্থিত হন শাহরুখ খান (Shah Rukh Khan)। সঙ্গে স্ত্রী গৌরী।
কয়েকদিন আগেই বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা। আর সেই কারণেই শোনা যাচ্ছিল শাহরুখ থাকতে পারবেন না অম্বানিদের বিয়েতে। তবে সেই জল্পনা উড়িয়ে সপরিবারে অম্বানিদের বিয়েতে হাজির হন শাহরুখ খান। যান স্ত্রী গৌরি, সুহানা খান, আরিয়ান খানও।
বিয়েতে অতিথি হিসেবে নজর কাড়েন প্রিয়ঙ্কা চোপড়া আর নিক জোনাস। দু'জনেই ধরা দেন এক্কেবারে দেশি অবতারে। অনন্ত-রাধিকার (Anant Ambani Radhika Marchant) বিয়েতে সপরিবারে হাজির হন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) ও ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। মালাবদল থেকে শুরু করে সাত পাক... ঈশ্বরের নামে ধ্বনি তুলেই শেষ হয় অনন্ত রাধিকার বিয়ের নিয়মনীতি। নতুন জীবন শুরু করলেন মুকেশ ও নীতা অম্বানির পুত্র। অম্বানি পরিবারের বধূ হলেন রাধিকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।