মুম্বই: কেউ সঙ্কটে পড়লে এগিয়ে আসছেন বলিউডের ভিলেন। তাবড় সব নায়ক যখন কিছু টাকা সাহায্য করে দায় সেরে ফেলেছেন, তখন সঙ্কটে পড়া মানুষের ত্রাতা হয়ে উঠেছেন সোনু সুদ। তাঁর আন্তরিক ব্যবহার ও সমস্যা মেটানোর ঐকান্তিক চেষ্টা তাঁকে সাধারণের আপনজন করে তুলেছে, যে কোনও অসুবিধে তাঁকে জানাতে দ্বিধা করছেন না তাঁরা।


এবার একজন সোনুর সাহায্য চাইলেন তাঁর সদ্য বিপত্নীক হওয়া প্রতিবেশীকে বারাণসীতে গ্রামের বাড়ি পাঠাতে, স্ত্রীর শেষ কাজ করার জন্য। সোনু শুধু তখনই জবাব দেননি, বাড়ি ফেরার সব ব্যবস্থাও করে দিয়েছেন। ওই ব্যক্তি টুইট করে বলেন, তাঁর প্রতিবেশী সীতারাম স্ত্রীকে হারিয়েছেন। বারাণসীর বাড়িতে ফিরতে হবে শেষকৃত্যের জন্য। তাঁরা মোট তিনজন আছেন, সোনু ছাড়া আর কারও কথা তাঁদের মাথায় আসেনি, যিনি এই পরিস্থিতিতে সাহায্য করতে পারেন।


সোনু তখনই জবাব দেন, আমি ওঁর জন্য দুঃখিত। কাল ওঁকে বাড়ি পাঠিয়ে দেব। শিগগিরই উনি পৌঁছে যাবেন।


এর আগে একজন প্রশ্ন তুলেছিলেন, সোনু বিজেপির কাছের লোক কিনা, কী করে তিনি লোকজনকে বাড়ি পাঠানোর অনুমতি পাচ্ছেন।

জবাবে সোনু বলেছেন, আমি রাজনীতির কেউ নই। যা করেছি সবই শ্রমিকদের প্রতি ভালবাসা থেকে। আমি চাই, তাঁরা তাঁদের পরিবারের সঙ্গে মিলিত হোন।