মুম্বই: বাড়ি কর্নাটকে, কর্মসূত্রে পড়ে আছেন মুম্বইয়ে। চাইলেও লকডাউনের জন্য ফেরার উপায় নেই। এরকম পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর জন্য় ১০টি বাসের ব্যবস্থা করলেন সোনু সুদ। সোমবার মহারাষ্ট্রের ঠাণে থেকে বাসগুলি পরিযায়ী শ্রমিকদের নিয়ে রওনা দেয় কর্নাটকের গুলবর্গার উদ্দেশ্যে। বলিউডের নামী তারকাদের অনেকেই করোনাভাইরাস রুখতে চালু লকডাউনের সময় বিপন্ন মানুষের বা পুলিশ,ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সোনুও নিজের হোটেলের দরজা খুলে দিয়েছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল ডাক্তার, নার্সদের জন্য।
‘দাবাং’ অভিনেতা এক বিবৃতিতে অতিমারীর সময় সকলেই পরিবার, প্রিয়জনের পাশে থাকার ইচ্ছা হয় বলে মন্তব্য করেন। বলেন, আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি এই বিশ্বব্যাপী স্বাস্থ্য সঙ্কট, বিপর্যয়ের সময় প্রতিটি ভারতীয় চান পরিবার, কাছের লোকজনের পাশে থাকতে। মহারাষ্ট্র, কর্নাটকের সরকারি স্তরে অনুমতি জোগাড় করেছি যাতে এই পরিযায়ী শ্রমিকদের দশটি বাসে পাঠানোয় সাহায্য করা যায়। মহারাষ্ট্র সরকারের অফিসাররা প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে দারুণ সহযোগিতা করেছেন, আর পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে স্বাগত জানানোয় বিশেষ উল্লেখ করব কর্নাটক সরকারের। বাচ্চাকাচ্চা, বৃদ্ধ অভিভাবক সহ পরিযায়ী শ্রমিকদের হেঁটে বাড়়ি ফেরার দৃশ্য আমায় খুব কষ্ট দিয়েছে। আমার ক্ষমতা থাকলে অন্য রাজ্যের লোকজনদেরও এভাবে সাহায্য করে যাব।
এর আগে পঞ্জাবের ডাক্তারদের ১৫০০ এর ওপর ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) কিট দান করেছেন সোনু। রমজান মাসের ভিওয়ান্ডির পরিযায়ী শ্রমিকদের শুকনো খাবারের প্যাকেট দেওয়া সহ কয়েক হাজার দুঃস্থ মানুষের প্রতিদিনের অন্নের সংস্থানও করছেন ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির অভিনেতা।
ওদের 'হেঁটে বাড়়ি ফেরার দৃশ্য খুব কষ্ট দেয়', ১০টি বাসে মুম্বইয়ে আটক পরিযায়ী শ্রমিকদের কর্নাটক পাঠালেন সোনু সুদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 May 2020 07:54 PM (IST)
অভিনেতা এক বিবৃতিতে অতিমারীর সময় সকলেই পরিবার, প্রিয়জনের পাশে থাকার ইচ্ছা হয় বলে মন্তব্য করেন।
এর আগে পঞ্জাবের ডাক্তারদের ১৫০০ এর ওপর ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) কিট দান করেছেন সোনু।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -