নয়াদিল্লি: ‘গরিবের মসিহা’ তকমা পেয়েছেন ইতিমধ্যেই। এবার সোনু সুদকে চলতি বছরে কোভিড-১৯ অতিমারীর মধ্যে সমাজসেবামূলক কাজের জন্য দক্ষিণ এশিয়ার এক নম্বর সেলেব্রিটির সম্মান দিল লন্ডনে ব্রিটিশ সাপ্তাহিক সংবাদপত্র ইস্টার্ন আই। তারা দুনিয়ার ৫০ জন সেরা এশিয় সেলেব্রিটির যে তালিকা দিয়েছে, তাতে এক নম্বরে আছেন ৪৭ বছর বয়সি বলিউড অভিনেতা। এমন তালিকা এই প্রথম বেরল। নানা ক্ষেত্রে যে শিল্পীরা তাঁদের নিজস্ব, অভিনব কায়দায় কাজের মাধ্যমে ইতিবাচক প্রভাব ফেলেছেন, তারই উদযাপন করা হয়েছে। মনোনয়ন বাছাইয়ের ক্ষেত্রে একাধিক সোস্যাল মিডিয়া পোস্টকে বিবেচনা করেছে তারা।
এই সম্মানে অভিভূত সোনু কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, অতিমারী ছড়ানোর পর আমি উপলব্ধি করলাম আমার দেশের মানুষকে সাহায্য করা আমার কর্তব্য। ভিতর থেকেই তাগিদটা অনুভব করলাম। কোভিড-১৯ সংক্রমণ রোধে চালু লকডাউনে দেশের নানা প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরায় সাহায্য করতে তাঁর সুদূরপ্রসারী প্রচেষ্টাকে স্বীকৃতি দিল ব্রিটিশ সংবাদপত্রটি। ‘দাবাং’, ‘সিম্বা’র মতো বক্স অফিস সফল ছবির অভিনেতা বলেছেন, ঘটনাচক্রে এজন্যই যেন আমার মুম্বই আসা। ভারতীয় হিসাবে এটা আমার দায়িত্ব ছিল, যা পালন করেছি মাত্র। আমার মনে হয়, এত মানুষের যে ভালবাসা পেয়েছি, সেটা স্রেফ শুভেচ্ছা, আশীর্বাদ, প্রার্থনার প্রকাশ। আবারও বলি, শেষ নিঃশ্বাস পর্যন্ত থামব না।
সংবাদপত্রটির সম্পাদক আসজাদ নাজির তালিকাটি বানিয়েছেন। লকডাউনের সময় আর কোনও সেলেব্রিটি অন্যদের সাহায্য করতে এত কিছু করেননি বলে জানিয়েছেন তিনি। নাজির বলেছেন, বড় হৃদয়ের এই বলিউড অভিনেতা লকডাউনে বিপাকে পড়া গরিব পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরায় সাহায্য করা দিয়ে শুরু করেছিলেন, ক্রমশঃ তার পরিধি বেড়ে এক চমত্কার সেবামূলক উদ্যোগে পরিণত হয়, যা অতিমারীর সময় অনেকের থেকে তাঁকে আলাদা করেছে। অস্ত্রোপচারের টাকা দেওয়া, খাবার ডোনেট করা, বৃত্তি চালু করা, মহিলাদের অধিকারের পক্ষে প্রচার বা মেয়েরা যাতে পড়াশোনা করে, ক্ষেতে হাল টানতে না হয়, সেজন্য চাষিকে নতুন ট্রাক্টর কিনে দেওয়া-সুপার সোনু ২০২০-তে নানা ভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের দেওয়া এই মানবিক পুরস্কার অবশ্যই প্রাপ্য তাঁর।
তালিকায় দ্বিতীয় কানাডার ইউটিউবার, সোস্য়াল মিডিয়া তারকা, কমেডিয়ান ও টিভি ব্য়ক্তিত্ব লিলি সিংহ। ছকভাঙা পথে যাত্রা, উল্লেখযোগ্য় সৃষ্টি ও শ্রোতাদের যখন সবচেয়ে বেশি প্রয়োজন, তখন বিনোদন দেওয়ায় তাঁকে এই স্বীকৃতি। তালিকায় পঞ্চম স্থানে আছেন গায়ক আরমান মালিক। ৬-এ আছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। বিশ্বে সবচেয়ে বিখ্যাত ভারতীয় তারকায় তিনি। সাতে আছেন অভিনেতা প্রভাস।