কলকাতা: বিশ্বের সেরা একশোজন ক্ষমতাশালিনীর তালিকা প্রকাশ করল ফোর্বস। তালিকায় স্থান পেয়েছেন তিন ভারতীয় নারী। তিনজনের মধ্যে সকলের আগে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে বিশ্বে শীর্ষ স্থানটি এবারও দখলে রেখেছেন জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল। রয়েছেন ভাবী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

ফোর্বসের এই্ ১৭তম তালিকায় ৩০ দেশের চার প্রজন্মের নারীরা স্থান পেয়েছেন। তালিকা প্রকাশ করে ফোর্বস জানিয়েছে তাঁদের মধ্যে ১০ রাষ্ট্রপ্রধান, ৩৮ জন সিইও এবং পাঁচ জন বিনোদন জগতের। তবে বয়স, জাতীয়তা এবং কাজের ভিত্তিতে তাঁরা পৃথক।কিন্তু ২০২০ সালের অনন্য চ্যালেঞ্জ মোকাবিলায় নিজস্ব ক্ষেত্রগুলি তাঁরা যেভাবে ব্যবহার করছেন তা তাদের এক সারিতে এনে ফেলেছে।

ভারতের মধ্যে সকলকে পিছনে ফেলে ৪১ তম স্থানে জায়গা করে নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এইচসিএল এন্টারপ্রাইজের সিইও রোশনি নাদার মালহোত্রা রয়েছেন ৫৫তম স্থানে। এদের পরে রয়েছেন বায়োকন সংস্থার প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার শ। তিনি রয়েছেন ৬৮তম স্থানে।

এবার ফোর্বস তালিকায় প্রথম স্থানাধিকারিণী জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। এই নিয়ে দশমবার এই স্থান দখলে রাখলেন তিনি। ফোর্বসের মতে অ্যাঞ্জেলা এখনও ইউরোপের সবচেয়ে প্রভাবশালী নেত্রী। ইউরোপের বৃহত্তম অর্থনীতির ভার তার হাতে। অর্থনৈতিক সঙ্কটের মধ্যে থেকেও দেশকে বৃদ্ধির পথে নিয়ে যেতে পেরেছেন। আমেরিকার প্রেসি়ডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে দাঁড়িয়েও এক মিলিয়নের বেশি সিরিয়ার শরণার্থীকে জার্মানিতে প্রবেশ করতে দেওয়াও নিঃসন্দেহে রাজনৈতিক দৃঢ়তার পরিচয়।

ফোর্বসের তালিকায় প্রথম ১০০ জনের মধ্যে জায়গা পেয়েছেন আমেরিকার হবু ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন ৩৯তম স্থানে। তালিকায় আন্তর্জাতিক নারী ব্যক্তিত্বের মধ্যে আরও বেশকয়েকজন জায়গা করে নিয়েছেন। মেলিন্দা গেটস রয়েছেন পঞ্চম স্থানে। সপ্তম স্থানে রয়েছেন আমেরিকার হাউসের স্পিকার ন্যান্সি পালোসি। রানি এলিজাবেথ (দ্বিতীয়) রয়েছেন ৪৬ তম স্থানে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন ৩২ তম স্থান দখল করেছেন। তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইং ওয়েন রয়েছেন ফোর্বস তালিকার ৩৭ তম স্থানে।