Soumita Chatterjee Death LIVE UPDATE: ট্যুইট করে শোকপ্রকাশ অমিতাভ বচ্চনের

এক মাসের বেশি সময় ধরে চলছিল মৃত্যুর সঙ্গে লড়াই। করোনা আক্রান্ত হয়ে ৬ অক্টোবর ভর্তি হন হাসপাতালে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 16 Nov 2020 12:03 AM

প্রেক্ষাপট

কলকাতা: দীর্ঘ ছয় দশকের উজ্জ্বল ‘অভিযান’-এর সমাপ্তি। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। শেষ ফাইটটা জেতা হল না ক্ষিদ্দার। বেলভিউ হাসপাতালে প্রয়াণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের।এক মাসের বেশি সময় ধরে চলছিল মৃত্যুর সঙ্গে লড়াই। করোনা...More

‘কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায় চলচ্চিত্র জগতের অন্যতম স্তম্ভ ছিলেন। আজ সেই মহীরুহ ভেঙে পড়ল। তিনি একজন সুভদ্র ও প্রতিভাবান ব্যক্তি ছিলেন। কলকাতায় চলচ্চিত্র উৎসবে শেষবার দেখা হয়েছিল’, ট্যুইট অমিতাভ বচ্চনের।