Soumita Chatterjee Death LIVE UPDATE: ট্যুইট করে শোকপ্রকাশ অমিতাভ বচ্চনের

এক মাসের বেশি সময় ধরে চলছিল মৃত্যুর সঙ্গে লড়াই। করোনা আক্রান্ত হয়ে ৬ অক্টোবর ভর্তি হন হাসপাতালে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 16 Nov 2020 12:03 AM
‘কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায় চলচ্চিত্র জগতের অন্যতম স্তম্ভ ছিলেন। আজ সেই মহীরুহ ভেঙে পড়ল। তিনি একজন সুভদ্র ও প্রতিভাবান ব্যক্তি ছিলেন। কলকাতায় চলচ্চিত্র উৎসবে শেষবার দেখা হয়েছিল’, ট্যুইট অমিতাভ বচ্চনের।
‘কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায় চলচ্চিত্র জগতের অন্যতম স্তম্ভ ছিলেন। আজ সেই মহীরুহ ভেঙে পড়ল। তিনি একজন সুভদ্র ও প্রতিভাবান ব্যক্তি ছিলেন। কলকাতায় চলচ্চিত্র উৎসবে শেষবার দেখা হয়েছিল’, ট্যুইট অমিতাভ বচ্চনের।
সারাদিন ধরে তাঁর অনেক কথা বারবার মনে পড়ছে। বিশ্ব সিনেমা হারাল এক মণিমুক্তকে। শোকবার্তায় জানালেন অভিনেতা জিৎ।
সৌমিত্রের স্মৃতিচারণায় আবেগপ্রবণ পর্দার কোনি শ্রীপর্ণা মুখোপাধ্যায়।
সৌমিত্রবাবুর প্রয়াণে শোকবার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহে শেষ চুম্বন কন্যা পৌলমীর।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহে শেষ চুম্বন কন্যা পৌলমীর।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহে শেষ চুম্বন কন্যা পৌলমীর।
গান স্যালুটে শেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে।
শোকপ্রকাশ বুদ্ধদেব ভট্টাচার্যের। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু গভীর দুঃখজনক,বাংলা চলচ্চিত্র চিরকাল ঋণস্বীকার করবে। আমি তাঁর পরিবারকে সমবেদনা জানাই। বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
হাজারো অনুগামীর ভিড় সামলাতে বাধ্য হয়ে বন্ধ করা হল কেওড়াতলা শ্মশানের মূলফটক। বাইরে দাঁড়িয়ে মোমবাতি হাতে গানে-কান্নায় অনুগামীদের শেষশ্রদ্ধা কিংবদন্তিকে।
কেওড়াতলা শ্মশানে পৌঁছে গেল সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ।
কেওড়াতলা শ্মশানে পৌঁছে গেল সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ।
‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গেয়ে উঠলেন পদযাত্রায় পা মেলানো হাজারো সৌমিত্র গুণমুগ্ধ।
‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গেয়ে উঠলেন পদযাত্রায় পা মেলানো হাজারো সৌমিত্র গুণমুগ্ধ।
প্রবাদপ্রতীম অভিনেতার ছবি, কাট-আউট নিয়ে পদযাত্রায় সামিল হাজারো অনুরাগী। হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
পদযাত্রা করে কেওড়াতলায় পৌঁছনোর পর হবে শেষকৃত্য। গান স্যালুট দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে।
শেষযাত্রায় সৌমিত্র চট্টোপাধ্যায়, রবীন্দ্র সদন থেকে কেওড়াতলা শ্মশানের পথে দেহ।
হাজারো গুণমুগ্ধ, অনুগামী অংশ নিয়েছেন শেষযাত্রায়।
শোকপ্রকাশ ভারতের ফরাসি দূতাবাসের।

শোকবার্তা অনুপেম খের-র।
বিদায় সৌমিত্র দা। আপনার সঙ্গে কাজ করাটা ছিল সৌভাগ্য। প্যারিসে পুরষ্কার গ্রহণ মঞ্চে ওনার উদাসীনতা মনে গভীর প্রভাব রেখেছিল। বার্তা শাবানা আজমির।


দারুণ মনের মানুষ ও দুরন্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন সেরার সেরা। একটা যুগ শেষ হল ওনার প্রয়াণে। পরিবারের প্রতি সমবেদনা রইল। ট্যুইট শত্রুঘ্ন সিনহার।


অনেক কিছু করেছেন আপনি। আত্মার শান্তি কামনা করি। বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

অনেক কিছু করেছেন আপনি। আত্মার শান্তি কামনা করি। বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

মালা দিয়ে সৌমিত্রবাবুকে শেষ শ্রদ্ধা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীদের।
মালা দিয়ে সৌমিত্রবাবুকে শেষ শ্রদ্ধা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীদের।
রবীন্দ্র সদনে পৌঁছল সৌমিত্র চট্টোপাধ্যায়ের নিথর দেহ।
ভারতীয় চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি। কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে এক যুগের অবসান, ট্যুইট রেলমন্ত্রী পীযূষ গয়ালের।

আবেগঘন শোকবার্তা গায়ক, সুরকার অনুপম রায়ের।
শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে শেষযাত্রা। পদযাত্রা করে রবীন্দ্র সদন থেকে সৌমিত্রবাবুর দেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে।
যেখানে রাজ্য সরকারের পক্ষে গান স্যালুট জানানো হবে প্রয়াত প্রবাদপ্রতীম অভিনেতাকে।
বেলভিউ থেকে সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের দেহ নিয়ে যাওয়া হল বাড়িতে। সেখান থেকে টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিওয়। এখন রবীন্দ্র সদনের পথে চলছে শেষ যাত্রা। ঘণ্টাদুয়েক সেখানে শায়িত থাকবে দেহ। তারপর কেওড়াতলা মহাশ্মশানে হবে শেষকৃত্য।
বেলভিউ থেকে সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের দেহ নিয়ে যাওয়া হল বাড়িতে। সেখান থেকে টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিওয়। এখন রবীন্দ্র সদনের পথে চলছে শেষ যাত্রা। ঘণ্টাদুয়েক সেখানে শায়িত থাকবে দেহ। তারপর কেওড়াতলা মহাশ্মশানে হবে শেষকৃত্য।
মতামত জানতে চাইবেন না, অত্যন্ত ব্যক্তিগত মুহূর্ত। টুইটে বললেন পরমব্রত।
আমাদের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, বললেন
প্রয়াত অভিনেতার মেয়ে পৌলমী।
শোকপ্রকাশ করলেন পরিচালক অনির।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
আমাদের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, বললেন
প্রয়াত অভিনেতার মেয়ে পৌলমী।
রাজ্য সরকারের গান স্যালুটের পর হবে তাঁর শেষকৃত্য। জানালেন মুখ্যমন্ত্রী।
রবীন্দ্রসদনে সসম্মানে দেহ রাখবে রাজ্য সরকার সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত। তারপর নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে।
দুটোর সময় হাসপাতাল দেহ ছাড়বে। তারপর তা যাবে গলফ গ্রিনের বাড়িতে। সেখান থেকে টালিগঞ্জের টেকনিশিয়ানস স্টুডিওতে।
আজ বাংলার এক দুঃখের দিন, বললেন মুখ্যমন্ত্রী।
করোনা আক্রান্ত হওয়ার পর সৌমিত্রবাবুর সঙ্গে আমার সঙ্গে শেষ কথা হয়, তখন আমি মেদিনীপুরে। বেলভিউয়ের বাইরে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী।

প্রেক্ষাপট

কলকাতা: দীর্ঘ ছয় দশকের উজ্জ্বল ‘অভিযান’-এর সমাপ্তি। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। শেষ ফাইটটা জেতা হল না ক্ষিদ্দার। বেলভিউ হাসপাতালে প্রয়াণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের।

এক মাসের বেশি সময় ধরে চলছিল মৃত্যুর সঙ্গে লড়াই। করোনা আক্রান্ত হয়ে ৬ অক্টোবর ভর্তি হন হাসপাতালে। ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ দিয়ে সিনেমায় অভিনয় শুরু।

সত্যজিৎ রায়ের ১৪টি ছবিতে অভিনয় সৌমিত্রবাবুর। ফেলুদা থেকে অপুর চরিত্রে চিরস্মরণীয় সৌমিত্র চট্টোপাধ্যায়। কাজ করেছেন মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের সঙ্গেও। ‘ঝিন্দের বন্দি’তে উত্তম কুমারের প্রতিস্পর্ধী প্রতিনায়ক।

তিনশোরও বেশি ছবিতে অভিনয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। রুপোলি পর্দার পাশাপাশি দাপিয়ে বেড়িয়েছেন মঞ্চেও। ‘টিকটিকি,’ ‘হোমাপাখি’, ‘ঘটক বিদায়’-এর মতো নাটকে স্মরণীয় অভিনয়।

কিং লিয়রের ভূমিকায় চমকে দিয়েছিলেন দর্শকদের। লিখেছেন ১৪টি কাব্যগ্রন্থ, করেছেন পত্রিকা সম্পাদনাও। ২০০৪ সালে পদ্মভূষণে সম্মানিত। ২০১১ সালে পান দাদাসাহেব ফালকে সম্মান। ফ্রান্সের সর্বোচ্চ জাতীয় সম্মান পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ২০১৮ সালে পান ‘লেজিয়ঁ দ্য নর’ সম্মান ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.