কলকাতা: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার বেলায় এই খবর সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়ে সব মহল। হাসপাতালে ভর্তি হতেই রাজনৈতিক নেতা থেকে সংস্কৃত জগতের অনেকেই মহারাজের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মহারাজের সুস্থতা কামনা করেছেন তাঁর প্রাক্তন সতীর্থ থেকে বর্তমান ক্রিকেটাররা।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুস্থতা কামনা করেছেন অভিনেত্রী নাগমা। তিনি ট্যুইটারে লেখেন, আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। অনেক প্রার্থনা।
এদিন সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি লিখেছেন, আপনার দ্রুত আরোগ্য কামনা করি দাদা।
উল্লেখ্য, এদিন হাসপাতালে ভর্তি হওয়ার পর অ্যাঞ্জিওগ্রাম হয় বিসিসিআই সভাপতির। অ্যাঞ্জিওপ্লাস্টিও হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর, ৩টি স্টেন্ট বসাতে হবে। আজই ১টি স্টেন্ট বসানো হয়। হাসপাতালে তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকড়, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সহ রাজ্যের একাধিক মন্ত্রী।