New Year 2021 Wishes: ২০২০ খুব খারাপ কেটেছে, উজ্জ্বল হবে ২০২১, নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে আশার বার্তা শাহরুখের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jan 2021 04:40 PM (IST)
ওই ভিডিওতে শাহরুখ বলেছেন, কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা পেরিয়ে এসেছি ২০২০। ভাল সময় আসতে চলেছে বলে বার্তা দিয়েছেন তিনি। শাহরুখ বলেছেন, একটা নতুন বছরের সূচনা হল। আমাদের নতুন করে ডানা মেলা শুরু হল।
মুম্বই: ২০২০ সালটা খুব খারাপ কেটেছে। কিন্তু ভাল কাটবে ২০২১। আরও উজ্জ্বল হবে ভবিষ্যৎ। আশার আলোর বার্তা দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান। ট্যুইটারে এই ভিডিও পোস্ট করেছেন তিনি। ওই ভিডিওতে শাহরুখ বলেছেন, কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা পেরিয়ে এসেছি ২০২০। ভাল সময় আসতে চলেছে বলে বার্তা দিয়েছেন তিনি। শাহরুখ বলেছেন, একটা নতুন বছরের সূচনা হল। আমাদের নতুন করে ডানা মেলা শুরু হল। আমি দেরি করেই আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ২০২০ সাল কম বেশি প্রত্যেকের খারাপ কেটেছে। সেই সময়কে ভুলে নতুনের দিকে এগিয়ে যেতে হবে। ২০২০ তে যা খারাপ ঘটেছে, তা ভুলতে হবে। ২০২১ সাল নতুন করে শুরু করতে হবে। মনে রাখতে হবে ২০২১ হবে আরও বড়, আরও ভাল এবং আরও উজ্জ্বল। এই সময় আমাদের প্রত্যেকের আরও বেশি আশাবাদী হতে হবে। তাঁর কথায়, ২০২০ সাল আমাদের অনেক কিছু শিখিয়েছে, যা জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ২০২০ সাল একটা জিনিস শিখিয়েছে। তা হল, পরিবার, বন্ধু, ভালবাসার মানুষের সঙ্গে কাটানো সবথেকে আনন্দের বিষয়। ভার্চুয়ালি পক্ষপাতিত্ব বা শত্রুদের সঙ্গে অনলাইনে লড়াইটাও মজার। প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি, সবার জীবনে খুশি, আনন্দ, শান্তি আসবে। এদিকে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে, কিছুদিনের মধ্যে ফের বড় পর্দায় দেখা যাবে শাহরুখকে। জানা গিয়েছে, তাঁর সঙ্গে এই ছবিতে দেখা যাবে জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়াকে।