২০০৩-০৪ এ ডাউন আন্ডারে সিরিজ খেলতে এসেছিল সৌরভের টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম টেস্টই ছিল ব্রিসবেনের গাব্বায়। সেই টেস্টে রাজকীয় ১৪৪ রানের ইনিংস খেলে সিরিজের তালই বেঁধে দিয়েছিলেন মহারাজ। অজি পেসারদের শর্ট বলের চ্যালেঞ্জ হেলায় উড়িয়ে ১৮ টি চোখধাঁধানো বাউন্ডারি এসেছিল তাঁর ব্যাট থেকে।
ওই ইনিংস এখনও সৌরভের টেস্ট কেরিয়ারে অন্যতম সেরা ইনিংস বলে গন্য হয়ে থাকে। যদিও এর কয়েক বছর পর পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিলেন টেস্ট ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস (২৩৯)
১৯৯২-এ ভারতীয় দলের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে অভিষেক হয়েছিল সৌরভের। ১৬ বছরের বর্ণময় কেরিয়ারে ১১৩ টেস্ট ও ৩১১ একদিনের ম্যাচ খেলেছেন। ২০০৮-এ আন্তর্তাজিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে টেস্টে তাঁর মোট রান ৭,২১২ ও একদিনের ক্রিকেটে ১১,৩৬৩ রান। দুই ফরম্যাটে তাঁর মোট শতরান ৩৮। ভারতীয়দের আন্তর্জাতিক শতরানের তালিকায় ষষ্ঠ।
ক্রিকেট থেকে অবসরের পরও প্রশাসক হিসেবে এই খেলার সঙ্গে যুক্ত তিনি। বর্তমানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর প্রেসিডেন্ট তিনি।