ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: রাতের কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্য। গড়িয়াহাটে মায়ের সামনে ছাত্রীকে মারধর করে মাটিতে ফেলে দিয়ে ব্যাগ ছিনতাই। এরপর মোটরবাইকে চেপে চম্পট। অভিযুক্ত দুই যুবককেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।


দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র, গড়িয়াহাট মোড়। সেখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে, মায়ের সামনে স্কুলছাত্রীকে মারধর করে, মাটিতে ফেলে দিয়ে ব্যাগ ছিনতাইয়ের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটল। যে ঘটনা ফের একবার প্রশ্ন তুল দিল শহরের নিরাপত্তা নিয়ে।


রবিবার রাত। ঘড়ির কাঁটায় প্রায় ১০টা। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ কলকাতার এক নামী স্কুলের দশম শ্রেণির ছাত্রী, মায়ের সঙ্গে স্কুটিতে চেপে টিউশন সেরে ফিরছিল। বালিগঞ্জ আইটিআইয়ের কাছে, তাদের স্কুটার খারাপ হয়ে যায়। মা ও মেয়ে স্কুটার ঠেলে নিয়ে যাচ্ছিলেন।  অভিযোগ, ম্যান্ডেভিলা গার্ডেনস এবং সুইনহো লেনের মুখে তাঁদের সাহায্যের অছিলায় এগিয়ে আসে ২ বাইক আরোহী যুবক।


আক্রান্ত ছাত্রীর মা জানান, ‘‘নিজেরাই হেল্প করতে আসে। কিক স্টার্ট দেওয়ার চেষ্টা করে। তারপর, হয়নি। আমি বারবার বললাম দরকার নেই। খানিকটা এগিয়ে যাই। জানতাম না ওরা পিছন পিছন আসছে। তারপর দেখি মেয়ের থেকে ব্যাগ নিয়ে টানাটানি করছে। আমি চিত্‍কার করতেই পালাল। আমরা তারপর পুলিশের কাছে গেলাম।’’


কয়েক পা গিয়েই ওই যুবকরা, ছাত্রীর কাঁধে থাকা, তাঁর মায়ের ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।অভিযোগ, ছাত্রী বাধা দিলে, তাঁকে মারধর করে মাটিতে ফেলে দিয়ে ব্যাগ নিয়ে চম্পট দেয় দুই ছিনতাইবাজ যুবক। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে রাতেই তিলজলা থেকে শেখ ফরদিন আলি(২১) ও শেখ ইমরান আলি(২২) নামে অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় অভিযুক্তদের বাইক।  পুলিশ সূত্রে দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই করা ব্যাগ ও জিনিসপত্র।