Plane Crash: টেক অফের পরই ফের ভেঙে পড়ল বিমান। এবার লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে ঘটেছে দুর্ঘটনা। জানা গিয়েছে, একটি ছোট যাত্রীবাহী জেট ভেঙে পড়েছে। বিমান ভেঙে পড়ার মুহুর্তের একটি ছবি দেখা প্রকাশ্যে এসেছে। আগুনের গোলা এবং কুণ্ডলী পাকানো ধোঁয়া দেখা গিয়েছে এসেক্স অঞ্চলে। জানা গিয়েছে, Beech B200 Super King Air- এই বিমানটি ভেঙে পড়েছে। নেদারল্যান্ড যাচ্ছিল এই বিমানটি। টেক অফের পরমুহূর্তেই ভেঙে পড়েছে এই বিমান। রবিবার বিকেল ৪টে নাগাদ (ঘটনাস্থলের স্থানীয় সময় অনুসারে) ভেঙে পড়েছে এই বিমানটি। এই বিমানে কতজন যাত্রী ছিলেন এবং তাঁরা কী অবস্থায় রয়েছেন, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।

সংবাদসংস্থা এপি সূত্রে খবর, সেন্ট্রাল লন্ডন থেকে ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত এই সাউথএন্ড বিমানবন্দর। এই দুর্ঘটনার পর অন্তত ৪টি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে, সাউথএন্ড বিমানবন্দরের ওয়েবসাইটে। জানা গিয়েছে, East of England Ambulance Service ঘটনাস্থলে ৪টি অ্যাম্বুল্যান্স এবং আরও কিছু ইমার্জেন্সি যানবাহন পাঠিয়েছে। এসেক্স পুলিশের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, তাঁরা রবিবার বিকেল ৪টের ঠিক আগে সাউথএন্ড বিমানবন্দরে একটি ১২ মিটার লম্বা বিমানের সংঘর্ষের খবর পেয়েছেন। 

আমদাবাদ বিমান বিপর্যয়ের পর এবার লন্ডনে ভেঙে পড়ল বিমান। ইউকে এয়ারপোর্ট থেকে উড়ানের সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ল বিমান। ইউকে এয়ারপোর্ট থেকে বিস্ফোরণের শব্দ, আকাশে দেখা গেল আগুনের গোলা, দাবি স্থানীয়দের। লন্ডন থেকে নেদারল্যান্ডসের লালিস্ট্যাডে যাওয়ার কথা ছিল বিমানের। ১২ জন যাত্রী নিয়ে উড়ানে সক্ষম এই দুই ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ বিমান। বিমান ভেঙে পড়ার পর জানা যায়নি হতাহতের সংখ্যা। 

আমদাবাদের বিমান দুর্ঘটনা 

১২ জুন, ২০২৫- আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ বিমানটি ভেঙে পড়েছিল। বীভৎস এই বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চালু হওয়ার পর এই প্রথম কোন ড্রিম লাইনার এভাবে দুর্ঘটনাগ্রস্থ হয়েছে, ভেঙে পড়েছে। বিমানে ছিলেন মোট ২৪২ জন। ২৩০ জন যাত্রী, ১০ জন ক্রু মেম্বার এবং ২ পাইলট। একজন যাত্রী প্রাণে বেঁচে গিয়েছেন বরাত জোরে। বাকি ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। আমদাবাদের সিভিল হাসপাতালে হস্টেলের ছাদে ভেঙে পড়েছিল এই বিমান। সেই সময় অনেক পড়ুয়াই দুপুরের খাবার খেতে বসেছিলেন ক্যান্টিনে। আচমকাই তাঁদের মাথার উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায় সব। দেহাংশের অবস্থা এতটাই খারাপ ছিল যে শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে ডিএনএ নমুনা মিলিয়ে তারপর দেহ শনাক্ত করা হয়েছে এবং তা তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। আমদাবাদের এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। আমদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এই বিমানটি।