মস্কো : করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৮৩ শতাংশ কার্যকর স্পুটনিক ভি ভ্যাকসিন। স্বাস্থ্য মন্ত্রকের নথি সংগ্রহ করে বুধবার এই দাবি করল রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড।


আরডিআইএফ এক বিবৃতিতে বলেছে, যে ডেটা সংগ্রহ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে নতুন শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিচ্ছে স্পুটনিক ভি। ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে স্পুটনিক ভি-এর কার্যকরিতা নিয়ে তথ্য প্রকাশ করেছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকও। এই ভ্যাকসিন ৮৩.১ শতাংশ কার্যকর । এছাড়া হাসপাতালে ভর্তির বিষয়েও ৯৪.৪ শতাংশ সুরক্ষা দেয়।


একাধিক দেশে যেখানে বিভিন্ন ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে, সেখানে বিভিন্ন প্যারামিটারের ক্ষেত্রে রাশিয়ার এই ভ্যাকসিনের কার্যকরিতা ও নিরাপত্তার বিষয়টি লক্ষ্য করা গেছে বলে খবর। এই মুহূর্তে বিশ্বের ৬৯টি দেশে অনুমোদন রয়েছে স্পুটনিক ভি ভ্যাকসিনের। মোট জনসংখ্যার নিরিখে যা ৩.৭ বিলিয়ন অতিক্রম করে গেছে। এক অর্থে, পৃথিবীর জনসংখ্যার অর্ধেক।


এদিকে চিন্তা বাড়িয়ে পশ্চিমবঙ্গে হদিস মিলেছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, কেন্দ্রের সংযোজিত নতুন মিউটেশনের খোঁজ মিলেছে বাংলায়। করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যকে সতর্ক করা হয়েছে। আলফা, বিটা, গামা, ডেল্টা, ডেল্টা প্লাসের পর, এবার কাপ্পা ও B1617.3 - নতুন এই দুই ভ্যারিয়েন্টের ওপর নজরদারি চালাতে বলা হয়েছে। এনিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য, প্রত্যেকটি রাজ্যে, ৫টি ল্যাবরেটরিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। নতুন দুই ভ্যারিয়েন্ট নিয়ে, ইতিমধ্যেই গবেষণা শুরু করেছে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। 


ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ডিরেক্টর এসকে সিংহ জানিয়েছেন, নতুন দুই ভ্যারিয়েন্টস কাপ্পা ও B1617.3 নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। আমরা দু’ধরনের নজরদারি চালাচ্ছি। ভ্যারিয়েন্টের যে বিষয়গুলি উদ্বেগের সেগুলি খুঁজে বের করা। এবং তার প্রভাব কতটা, তা দেখা। আমাদের নতুন এই রূপ দুটিও দেখা দরকার। কারণ, তারা যখন খুশি, যেখানে খুশি ছড়িয়ে পড়তে পারে।