নয়াদিল্লি: রাত পেরোলেই বাজেট পেশ (Budget 2025)।। শনিবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।  কেন্দ্রীয় বাজেট পেশের অপেক্ষায় সারা দেশ। গ্রামীণ ভারতের জন্য কোন পথে সরকার ?

চব্বিশ-পঁচিশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, ভারতের গ্রামীণ এলাকায় জীবন যাত্রার মানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে সরকার। যেখানে সারা দেশের গ্রামীণ পরিবারগুলি , ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি- মধ্যস্থতাকারীদের  (self-help groups and other intermediaries) মাধ্যমে সহজে ক্রেডিটের সুবিধা পাবে।যা গ্রামীণ ভারতের পেশাগত দিক থেকে, গ্রামীণ আবসান, স্যানিটেশন, জ্বালানি, সামাজিক সুরক্ষা ও যোগাযোগের উদ্যোগকে বাস্তবায়িত করবে।

দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষদের সামগ্রিক উন্নতির দিকে চিন্তা ভাবনা রয়েছে ভারত সরকারের। তাই হিতকর যে কৃষি প্রকল্পগুলি রয়েছে, সেখানে বেশি পরিমাণেই বরাদ্দ থাকবে বলেই আশা করা হচ্ছে। পাশাপাশি কর্ম সংস্থান তৈরিতেও নজর দেওয়া হবে।  মূলত আগামী দশবছরে একটা বড়সড় বিনিয়োগের প্রয়োজন রয়েছে। তাই বিনিয়োগ বাড়ানো হতে পারে বলেই আশা। বাকিটা রাত পোহালেই টের পাওয়া যাবে। 

আরও পড়ুন, সুখবর, রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে যেতে চলেছেন শুভাংশু শুক্ল !