কলকাতা:  সব সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে সব ধরনের প্যাথলজি পরীক্ষার সুযোগ না থাকায় পদক্ষেপ করেছিল স্বাস্থ্য দফতর।

সরকারি হাসপাতালগুলিকে বলা হয়েছিল, কাছাকাছি কোনও বেসরকারি ল্যাবের সঙ্গে চুক্তি করতে। যাতে সরকারি হাসপাতালের রোগী বিনামূল্যে ওই বেসরকারি ল্যাব থেকে নির্দিষ্ট প্যাথলজি পরীক্ষা করাতে পারেন।

কিন্তু এতে অনেক টাকার বিল হচ্ছিল। এই অবস্থায় খরচে রাশ টানতে উদ্যোগী স্বাস্থ্য ভবন।  আগের সিদ্ধান্ত সংশোধন করে নতুন নির্দেশ জারি স্বাস্থ্য দফতরের।

স্থাস্থ্য ভবন সূত্রে খবর, নির্দেশিকায়  সরকারি হাসপাতালের সঙ্গে বেসরকারি ল্যাবরেটরির প্যাথলজি টেস্ট সংক্রান্ত চুক্তি খারিজ করে পুনর্মূল্যায়ন করতে বলা হয়েছে।


নির্দেশিকায় বলা হয়েছে,  কোনও সরকারি হাসপাতালে নির্দিষ্ট কোনও পরীক্ষা করার পরিকাঠামো না থাকলে দেখতে হবে কাছাকাছি কোনও সরকারি হাসপাতালে তা সম্ভব কি না।

যদি তা সম্ভব না হয়, তাহলে ওই প্যাথলজি পরীক্ষা শর্তসাপেক্ষে বেসরকারি  ল্যাবে করানোর অনুমতি দেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে প্রেসক্রিপশনে সরকারি হাসপাতালের সংশ্লিষ্ট ডাক্তার, বিভাগীয় প্রধান ও মেডিক্যাল সুপারের সই থাকতে হবে।

এই নির্দেশ পাওয়ার পর এনআরএস মেডিক্যাল কলেজ, তাদের সঙ্গে যে বেসরকারি ল্যাবের চুক্তি ছিল, তা খারিজ করেছে।  তবে চিকিত্‍সকদের একাংশর দাবি, এতে হয়রানি বাড়বে রোগীদের।

এপ্রসঙ্গে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসেস ডক্টর্সের তরফে বলা হয়, এরকম নির্দেশ আগেও দেওয়া হয়েছে।  সমস্ত সরকারি হাসপাতালে টেস্ট করার পরিকাঠামো থাকা উচিত।  এই নির্দেশ দেওয়ার পরিবর্তে  পরিকাঠামো তৈরি করা দরকার ছিল। এতে টেস্টের রিপোর্ট পেতে বিলম্ব হলে রোগীদের ক্ষোভ যাতে ডাক্তারদের ওপর না পড়ে সেটা দেখতে হবে।

মেডিক্যাল সার্ভিস সেন্টারের এক আধিকারিক বলেন, এই আউটসোর্সিং না করে পরিকাঠামো গড়ে তোলা হোক।  সেই পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে না কেন?

এতে রিপোর্ট পেতে দেরি হবে না তো, এটাই এখন বড় প্রশ্ন।