পটনা: বিহারে এনডিএ-র বিরুদ্ধে বিরোধী মহাজোটের আসন রফা চূড়ান্ত।  সূত্রের খবর, সেই মহাজোটের নেতা তেজস্বী যাদবকেই  মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরে ভোটে লড়তে চলেছে আরজেডি, কংগ্রেস ও বামেরা।


আজই বিরোধী মহাজোটের আসন রফা চূড়ান্ত হয়েছে। সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে বিহারে আরজেডি লড়বে ১৪৪টি আসনে। কংগ্রেস ৭০টি আসনে লড়বে।  বাম দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করবে ২৯টি আসনে।

এরইমধ্যে বিহারে বিএসপি-র প্রধান আরজেডিতে যোগ দিয়েছেন। তেজস্বী যাদবের হাত ধরেই তিনি যোগ দেন আরজেডি-তে। এনডিএ নেতারাও বৃহস্পতিবার আসন সমঝোতা নিয়ে বৈঠক করেছেন।

২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচন হবে তিন দফায়।  অক্টোবরের ২৮, নভেম্বরের ৩ এবং ৭ তারিখ ভোটগ্রহণ।  ভোটগণনা ১০ নভেম্বর।