কলকাতায় কৃষক বিক্ষোভের সমর্থনে অনশন শুরু করলেন ১০ রাজনৈতিক বন্দি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Dec 2020 10:57 AM (IST)
জানা গিয়েছে, আজ থেকে মুর্শিদাবাদের বহরমপুর সেন্ট্রাল জেলের আরও ৮ জন রাজনৈতিক বন্দি কৃষি আইনের বিরোধিতায় অনশনে বসবেন।
NEXT
PREV
কলকাতা: ৩ কৃষি আইনের বিলোপ চেয়ে দিল্লি সীমানায় বিক্ষোভরত কৃষকদের সমর্থনে কলকাতার জেলে অনশন শুরু করেছেন অন্তত ১০ জন রাজনৈতিক বন্দি। রবিবার থেকে অনশনে বসেছেন এঁরা।
এই ১০ জনই বন্দি রয়েছেন দমদম সেন্ট্রাল জেলে। তাঁদের দাবি, তিন কৃষি আইন চাষী বিরোধী, এর ফলে কর্পোরেট সংস্থাগুলির সুবিধে হবে। করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই আইনগুলি পাশ করেছে বলে অভিযোগ করেছেন তাঁরা। জানা গিয়েছে, আজ থেকে মুর্শিদাবাদের বহরমপুর সেন্ট্রাল জেলের আরও ৮ জন রাজনৈতিক বন্দি কৃষি আইনের বিরোধিতায় অনশনে বসবেন।
দিল্লির সিঙ্ঘু, টিকরি এবং গাজিপুর সীমানায় বসে প্রায় এক মাস ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েক হাজার কৃষক। তাঁদের দাবি, তিন কৃষি আইন বাতিল করতে হবে, মিনিমাম সাপোর্ট প্রাইস বা এমএসপির আইনি নিশ্চয়তা দিতে হবে। এই আইন তাঁদের বড় কর্পোরেটগুলির দাক্ষিণ্যের ওপর নির্ভরশীল করে তুলবে, মান্ডি এবং এমএসপি ব্যবস্থাকে দুর্বল করে তুলবে। কিন্তু কেন্দ্রের দাবি, এই তিন কৃষি আইনে দেশজোড়া কৃষক উপকৃত হবেন।
দু’পক্ষের বরফ গলাতে বিক্ষোভরত কৃষকরা কেন্দ্রের সঙ্গে ইতিমধ্যেই পাঁচ রাউন্ড বৈঠকে বসেছেন। বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ঠিক হয়েছে, ২৯ তারিখ ফের হবে আলোচনা। কেন্দ্র কৃষি আইন বাতিল করতে রাজি না হলে কৃষকরা হুমকি দিয়েছেন, ৩০ তারিখ তাঁরা ট্রাক্টর মার্চ করবেন।
কলকাতা: ৩ কৃষি আইনের বিলোপ চেয়ে দিল্লি সীমানায় বিক্ষোভরত কৃষকদের সমর্থনে কলকাতার জেলে অনশন শুরু করেছেন অন্তত ১০ জন রাজনৈতিক বন্দি। রবিবার থেকে অনশনে বসেছেন এঁরা।
এই ১০ জনই বন্দি রয়েছেন দমদম সেন্ট্রাল জেলে। তাঁদের দাবি, তিন কৃষি আইন চাষী বিরোধী, এর ফলে কর্পোরেট সংস্থাগুলির সুবিধে হবে। করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই আইনগুলি পাশ করেছে বলে অভিযোগ করেছেন তাঁরা। জানা গিয়েছে, আজ থেকে মুর্শিদাবাদের বহরমপুর সেন্ট্রাল জেলের আরও ৮ জন রাজনৈতিক বন্দি কৃষি আইনের বিরোধিতায় অনশনে বসবেন।
দিল্লির সিঙ্ঘু, টিকরি এবং গাজিপুর সীমানায় বসে প্রায় এক মাস ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েক হাজার কৃষক। তাঁদের দাবি, তিন কৃষি আইন বাতিল করতে হবে, মিনিমাম সাপোর্ট প্রাইস বা এমএসপির আইনি নিশ্চয়তা দিতে হবে। এই আইন তাঁদের বড় কর্পোরেটগুলির দাক্ষিণ্যের ওপর নির্ভরশীল করে তুলবে, মান্ডি এবং এমএসপি ব্যবস্থাকে দুর্বল করে তুলবে। কিন্তু কেন্দ্রের দাবি, এই তিন কৃষি আইনে দেশজোড়া কৃষক উপকৃত হবেন।
দু’পক্ষের বরফ গলাতে বিক্ষোভরত কৃষকরা কেন্দ্রের সঙ্গে ইতিমধ্যেই পাঁচ রাউন্ড বৈঠকে বসেছেন। বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ঠিক হয়েছে, ২৯ তারিখ ফের হবে আলোচনা। কেন্দ্র কৃষি আইন বাতিল করতে রাজি না হলে কৃষকরা হুমকি দিয়েছেন, ৩০ তারিখ তাঁরা ট্রাক্টর মার্চ করবেন।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -