শহিদ দিবসে নন্দীগ্রাম যাচ্ছেন না মমতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Dec 2020 08:20 AM (IST)
ওই দিন নন্দীগ্রামের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা থাকলেও তিনি যাচ্ছেন না।
NEXT
PREV
পূর্ব মেদিনীপুর: ৭ জানুয়ারি নন্দীগ্রামে শহিদ দিবস উপলক্ষে জনসভায় যাবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু সুফিয়ান জানিয়েছেন, ওই সভায় অংশ নেবেন সুব্রিত বক্সী। নন্দীগ্রামে এরপর মুখ্যমন্ত্রী কবে যাবেন, তা এখনও ঠিক হয়নি।
ওই দিন নন্দীগ্রামের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা থাকলেও তিনি যাচ্ছেন না। তবে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী আগেই হুঙ্কার ছেড়েছেন, ৮ তারিখই নন্দীগ্রাম গিয়ে সভা করবেন তিনি।
এর মধ্যে তৃণমূলের বিরুদ্ধে দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ-সহ একগুচ্ছ দাবিতে রবিবার নন্দীগ্রাম থানা ঘেরাও করেন বাম-কংগ্রেস কর্মী সমর্থকরা। পরে নন্দীগ্রাম থানায় স্মারকলিপি জমা দেওয়া হয়। ২০১১ সালে রাজ্যে পালাবদলের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল নন্দীগ্রাম। আর সেই আন্দোলনের অন্যতম কাণ্ডারী ছিলেন শুভেন্দু অধিকারী। ২০১৬-র বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতেছিলেন ৮১ হাজার ২৩০ ভোটে। সেখানে ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল এগিয়ে থাকার ব্যবধান কমে হয় ৬৮ হাজার ৩৯১। তিনিই এখন বিজেপিতে। এক দশক পর আর এক বিধানসভা ভোটের মুখে সেই নন্দীগ্রামেই তুঙ্গে রাজনৈতিক টানাপোড়েন।
পূর্ব মেদিনীপুর: ৭ জানুয়ারি নন্দীগ্রামে শহিদ দিবস উপলক্ষে জনসভায় যাবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু সুফিয়ান জানিয়েছেন, ওই সভায় অংশ নেবেন সুব্রিত বক্সী। নন্দীগ্রামে এরপর মুখ্যমন্ত্রী কবে যাবেন, তা এখনও ঠিক হয়নি।
ওই দিন নন্দীগ্রামের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা থাকলেও তিনি যাচ্ছেন না। তবে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী আগেই হুঙ্কার ছেড়েছেন, ৮ তারিখই নন্দীগ্রাম গিয়ে সভা করবেন তিনি।
এর মধ্যে তৃণমূলের বিরুদ্ধে দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ-সহ একগুচ্ছ দাবিতে রবিবার নন্দীগ্রাম থানা ঘেরাও করেন বাম-কংগ্রেস কর্মী সমর্থকরা। পরে নন্দীগ্রাম থানায় স্মারকলিপি জমা দেওয়া হয়। ২০১১ সালে রাজ্যে পালাবদলের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল নন্দীগ্রাম। আর সেই আন্দোলনের অন্যতম কাণ্ডারী ছিলেন শুভেন্দু অধিকারী। ২০১৬-র বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতেছিলেন ৮১ হাজার ২৩০ ভোটে। সেখানে ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল এগিয়ে থাকার ব্যবধান কমে হয় ৬৮ হাজার ৩৯১। তিনিই এখন বিজেপিতে। এক দশক পর আর এক বিধানসভা ভোটের মুখে সেই নন্দীগ্রামেই তুঙ্গে রাজনৈতিক টানাপোড়েন।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -