খেলতে গিয়ে গলায় বেল্টের ফাঁস আটকে মৃত্যু ১০ বছরের শিশুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Aug 2017 09:44 AM (IST)
জলপাইগুড়ি: জলপাইগুড়ির মোহিতনগরে খেলতে গিয়ে গলায় বেল্টের ফাঁস আটকে ১০ বছরের বালকের মৃত্যু। শরীরে বেল্ট বেঁধে পাঁচিল টপকানোর সময় দুর্ঘটনা। মৃত প্রদীপ শীল তৃতীয় শ্রেণির পড়ুয়া। পরিবারের দাবি, বাড়ির লাগোয়া ৪০ একর জমি চারবছর ধরে পড়ে রয়েছে। অভিযোগ, জমিমালিক পাঁচিলে কোনও কাঁটাতার লাগাননি। এলাকায় খেলার মাঠ না থাকায় গতকাল ওই জমিতে খেলতে যায় প্রদীপ। গেট বন্ধ থাকায় শরীরে বেল্ট জড়িয়ে, পাঁচিলের আংটায় সেই বেল্ট আটকে সে ওই জমিতে নামার চেষ্টা করে। সেইসময় গলায় বেল্ট জড়িয়ে যায়। প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।