বাঁকুড়া: কালীপুজো উপলক্ষ্যে চলা মেলায় জাম্পিং বেলুন ফেটে বিপত্তি। নদীতে ছিটকে পড়ে ১৫টি শিশু। স্থানীয়দের চেষ্টায় বড় বিপদ থেকে রক্ষা সবার।
নদীর ধারে জমজমাট মেলা। ভাইফোঁটার রাতে সেখানেই আনন্দ করতে গিয়েছিল কচিকাঁচাদের দল! কিন্তু, কার্যক্ষেত্রে ঘটল উল্টো! হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকলেন বাঁকুড়ার লক্ষীয়াতোড়ার বাসিন্দারা!
শনিবার রাত ৮টা। বাঁকুড়ায় গন্ধেশ্বরী নদীর তীরে ভিড়ে গমগম করছে মেলা চত্বর। সেই সময় জাম্পিং বেলুনে উঠেছিল জনা পনেরো শিশু। হঠাৎই বিকট শব্দ করে জাম্পিং বেলুনটি ফেটে যায়। তার তীব্রতা এতটাই ছিল যে, ছিটকে নদীতে পড়ে যায় কয়েকজন শিশু। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন নদীতে। অভিভাবকরাও অনেকে নেমে পড়েন জলে। একে একে উদ্ধার করা হয় সবাইকে!
সম্প্রতি, অতিবৃষ্টিতে জলস্তর বেড়েছে গন্ধেশ্বরী নদীতে। সবাই তৎপর না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত ভেবে শিউরে উঠছেন সবাই। একইসঙ্গে নদীর ধারে খোলা জায়গায় মেলা বসানো নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। জাম্পিং বেলুন ফাটল কেন, তা খতিয়ে দেখছে পুলিশও।