কলকাতা: বর্ধমানের পানাগড়ে ভলভোকে জমি দিচ্ছে রাজ্য সরকার। শিল্পের প্রত্যাশায় খড়গপুর, হাওড়াও। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী জানালেন, বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থা ভলভোকে পানাগড়ে জমি দেওয়া হচ্ছে। এদিন মমতা বলেন, ভলভো একটা সেট আপ তৈরি করতে চায়। ২৫ একর জমি চেয়েছে। পানাগড়ে জমি দিচ্ছি।
কলকাতা থেকে পানাগড়ের দূরত্ব পৌনে তিন ঘণ্টার। জেলা প্রশাসন সূত্রে খবর, ২০০৮ থেকে ২০১০, এই তিন বছরে, প্রায় দেড় হাজার একর জমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে বেশ কিছু জমিতে শিল্প হয়েছে। কিন্তু, এখনও প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো একর জমি ফাঁকা পড়ে রয়েছে।
জেলা প্রশাসনের দাবি, শিল্পের জন্য রাস্তা, বিদ্যুতের মতো পরিকাঠামো এখানে রয়েছে। ২ নম্বর জাতীয় সড়কের ধারে হওয়ায় যোগাযোগ ব্যবস্থারও সুবিধা রয়েছে। শিল্পের জন্য তৈরি খড়গপুরও।
জেলা পশ্চিম মেদিনীপুর হলেও, কলকাতা থেকে গাড়িতে খড়গপুর মাত্র ২ ঘণ্টাতেই পৌঁছনো যায়। এই খড়গপুরেই রয়েছে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক। বাম আমলে ২০০৭ সালে অধিগৃহীত এই শিল্প তালুকে বেশ কয়েকটি কারখানা রয়েছে। তবে, এখনও ফাঁকা রয়েছে ৭০০ থেকে ৮০০ একর জমি।
এখানে শিল্পের জন্য নিকাশী, রাস্তা, বিদ্যুতের মতো পরিকাঠামোর পাশাপাশি, যোগযোগ ব্যবস্থার সুবিধাও রয়েছে। শিল্প তালুকটি ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। ৬ নম্বর জাতীয় সড়ক থেকে মাত্র তিনশো মিটার দূরে।
হাওড়াতেও শিল্পের জন্য জমি রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসন সূত্রে খবর,  হাওড়ায় এক লপ্তে বড় জমি রয়েছে লিলুয়া রেলস্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে গোশালা লাগোয়া এলাকায়। প্রায় তিনশো একর জমি।
কলকাতা থেকে লিলুয়ার দূরত্ব মাত্র এক ঘণ্টা। কিন্তু, বাম আমলে অধিগৃহীত এই জমি জিটি রোড থেকে দুই-আড়াই কিলোমিটার ভিতরে। স্থানীয়রাও চাইছেন, শিল্প হোক। প্রস্তুতি-প্রত্যাশা তুঙ্গে। অপেক্ষা কে এগিয়ে আসবে শিল্প গড়তে, তাঁর।