সোনারপুর: ভর সন্ধেয় সোনারপুরে সোনার দোকানে ডাকাতি ও খুনের ঘটনায় ১ মহিলা সহ গ্রেফতার ৩। কলকাতা পুলিশের সঙ্গে তিনটি দলে ভাগ হয়ে সোনারপুর, ভাঙড় ও বাসন্তীতে রাতভর তল্লাশি চালায় সোনারপুর থানার পুলিশ।
গতকাল রাতে সোনারপুর থেকে প্রথমে লাবলু সর্দার নামে এক বাংলাদেশিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জেরা করে বাসন্তীর ঢুরি থেকে মঞ্জিলা খান নামে এক মহিলা ও আতিয়ার রহমান লস্কর নামে এক অটোচালককে গ্রেফতার করা হয়। এই অটোচালকই ৮ ডাকাতকে আশ্রয় দিয়েছিল ও অটো করে সোনারপুরে নিয়ে এসেছিল বলে পুলিশের দাবি।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও ২৪ রাউন্ড গুলি।
কীভাবে ডাকাতি হল ওই সোনার দোকানে? এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, ৭ জন ডাকাত ক্রেতা সেজে ঢুকেছিল। তারপরই তারা স্বমূর্তি ধারণ করে। চারজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, তিনজনের হাতে ছিল চপার। প্রত্যক্ষদর্শী ক্রেতার বয়ান অনুযায়ী, ডাকাতরা সবাইকে মাথা নীচু করে মাটিতে বসতে নির্দেশ দেয়। দলের একজন চলে যায় দোকান মালিকের কাছে। তাঁকে চপারের পিছনদিক দিয়ে আঘাত করে। এরপর ঠিকমতো না বসার জন্য এক মহিলা ক্রেতাকে মারধর করে। সেইসময় দলের একজন ক্রেতাদের মারতে নিষেধ করে। এরপরই ডাকাতরা শোকেস ভেঙে গয়না নিতে শুরু করে।
অপারেশন শেষ করে পালিয়ে যাওয়ার সময় দোকানের গেটের সামনে দাঁড়িয়ে বাইরের দিকে তাক করে শূন্যে গুলি চালায় তারা। দোকান মালিক ও কর্মীরা দোকান থেকে বেরিয়ে এলে মালিককে লক্ষ্য করে গুলি চালায়।
সোনারপুরে ডাকাতি ও খুনের ঘটনায় গ্রেফতার ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Apr 2017 08:04 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -