পশ্চিম বর্ধমান: রাস্তায় দাঁড় করিয়ে ৩ কিশোরকে ওঠবোস! ওঠবোসের সময় লাথি! সঙ্গে কিল-চড়! অমানবিক ঘটনার সাক্ষী পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর থানা এলাকা।
রবিবার সকালে একটি মোবাইল ফোনের দোকানে আসে ৩ কিশোর। দোকানদারের অভিযোগ, ফোন কেনার অছিলায়, এক কিশোর একটি মোবাইল ফোন পকেটে পুরে নেয়। দোকানদারের দাবি, এরপর ওই কিশোরের পকেট থেকেই মেলে খোয়া যাওয়া ফোনটি।
এরপরই শুরু হয় অমানবিকতা! প্রকাশ্যে দাঁড় করিয়ে কান ধরে ওই ৩ কিশোরকে ওঠবোস করান দোকানদার ও স্থানীয় বাসিন্দারা।
ওঠবোসের সময়ই চলতে থাকে মারধর! আসানসোল উত্তর থানায় খবর যায়। পুলিশ আসার আগেই কোনও ভাবে এলাকাবাসীর হাত ছাড়িয়ে চম্পট দেয় ৩ কিশোর।
কিন্তু কেন এই অমানবিকতা? ওই ৩ কিশোর যদি অভিযুক্ত হয়েই থাকে, তাহলে তাদের পুলিশের হাতে তুলে না দিয়ে, কেন এমন নির্যাতন? কেন আইন হাতে তুলে নিলেন স্থানীয় বাসিন্দারা? উঠছে একাধিক প্রশ্ন।