পশ্চিম মেদিনীপুর: অঙ্গনওয়াড়ি কর্মীর চরম অসাবধানতা মাসুল গুনতে হল শিশুকে। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদায় বেহালা গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রে যায় বছর তিনেকের শ্রেয়ান জানা।
কিন্তু, স্কুল ছুটির পরেও সে বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবার। স্কুলের সামনে গিয়ে শুনতে পায় বাচ্চার কান্না। দেখে, ক্লাসরুমে আটকে রয়েছে শ্রেয়ান। দরজা বাইরে থেকে বন্ধ।
পরিবারের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কর্মী জয়ন্তী রাউত এই কাণ্ড ঘটিয়েছেন। তাঁর সাফাই, বাড়িতে জল আনতে এসেছিলাম। তারপর আবার ফিরে যেতাম।
মঙ্গলবারের এই ঘটনার পর ২ দিন স্কুল ছুটি ছিল। শুক্রবার, খুলতেই স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁদের অভিযোগ, বাচ্চা ছেলে দিয়ে চলে যাচ্ছে পরিবারগুলি। কিছু হলে কে দায়িত্ব নেবে। শেষমেশ বেলদা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।