বাঁকুড়া:  পঞ্চায়েত ভোটের দিন স্কুলে না যাওয়ায় আট বছরের শিশুকে বেধড়ক মারধরের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের শিশুর পরিবারের। অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে আটক করেছে পুলিশ।

 

পঞ্চায়েত ভোটে ব্যাপক হিংসা হানাহানির ছবি দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।

কোথায় কী হয়, সেই আশঙ্কায় সোমবার ছেলেকে স্কুলে পাঠাননি এই মহিলা। কিন্তু তার পরিণতি যে কী হবে, তা তিনি আঁচ করতে পারেননি।

একদিন স্কুল কামাই করায় আট বছরের শিশুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার কুচকুচা এলাকায়। মনসামাতা শিশু শিক্ষা নিকেতনের পড়ুয়া এই আট বছরের শিশুর মায়ের দাবি, মঙ্গলবার স্কুল থেকে ফিরে ছেলে জানায়,

সোমবার কামাই করার জন্য প্রধান শিক্ষিকা তাকে বেধড়ক মেরেছেন।

প্রতিভাময়ী মণ্ডল নামে ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আগেও এভাবে পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠেছে বলে দাবি স্কুলের অন্যান্য শিক্ষকদের।

অভিযুক্ত প্রধান শিক্ষিকার অবশ্য দাবি, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে।

শিশুর পরিবার বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেছে। তার ভিত্তিতে অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে আটক করেছে পুলিশ।