ঝাড়গ্রাম: নখে পলিশ লাগিয়ে স্কুলে গিয়েছিল ছাত্রী। অভিযোগ, সেজন্য অপমান করে স্কুল থেকে বের করে দিয়েছেন শিক্ষিকারা। প্রধান শিক্ষিকার নামে ঝাড়গ্রামের কোতোয়ালি থানার অভিযোগ দায়ের। শৃঙ্খলা শেখাতেই বাড়ি পাঠিয়েছিলাম, প্রতিক্রিয়া প্রধান শিক্ষিকার।


নখে পলিশ নিয়ে একেবারে থানা-পুলিশ!

স্কুলের বিরুদ্ধে এফআইআর.... উত্তেজনা ঝাড়গ্রামে।

মেদিনীপুর মিশন গার্লস হাইস্কুলের একাদশ শ্রেণির এই ছাত্রীর দাবি,  বৃহস্পতিবার সকালে নেল পলিশ লাগিয়ে স্কুলে যাওয়ায় তার নামে ক্লাস টিচারের কাছে অভিযোগ করে মনিটর। ক্লাস টিচার ডেকে পাঠালে ভুল স্বীকার করে নেয় সে। অভিযোগ, তা সত্বেও অপমান করে স্কুল থেকে বের করে দেওয়া হয় তাকে।

স্কুল থেকে একাই জজকোটের বাড়িতে ফিরে আসে ছাত্রীটি। বাড়িতে গিয়ে ঘটনার কথা জানালে কোতোয়ালি থানায় প্রধান শিক্ষিকার নামে এফআইআর করেন বাবা-মা। তাঁদের প্রশ্ন, অপমানে ছাত্রীটি কিছু করে বসলে তার দায় কে নিত?

প্রধান শিক্ষিকার জানিয়েছেন, স্কুলের শৃঙ্খলা রক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, আলোচনার জন্য স্কুলে ডেকে পাঠানো হয়েছে ছাত্রীর অভিভাবকদের।