গোপাল চট্টোপাধ্যায়, শান্তিনিকেতন: দিঘা, দার্জিলিঙের পর, এবার বীরভূম। করোনা সংক্রমণ রুখতে, লালমাটির দেশেও পর্যটকদের জন্য জারি হল একগুচ্ছ বিধিনিষেধ।


বীরভূমের জেলাশাসক নির্দেশ দিয়েছেন, পর্যটকদের হোটেল বুকিংয়ের ক্ষেত্রে অবশ্যই দেখাতে হবে, ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেট। অথবা, ৭২ ঘণ্টার মধ্যে করা RT-PCR রিপোর্ট নেগেটিভ দেখাতে হবে। দুটির মধ্যে একটি না থাকলে, হোটেল বা হোম স্টে-তে থাকা যাবে না। বৃহস্পতিবারই জারি হয়েছে এই বিজ্ঞপ্তি। শান্তিনিকেতনের হোটেল মালিক সুনীল গিরি বলেন, এতে আমরা খুশি।


শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বিশ্বভারতী। সঙ্গে শান্ত-স্নিগ্ধ প্রকৃতি। তার সঙ্গে অদূরে, তারাপীঠ-বক্রেশ্বর, কঙ্কালীতলা। ৫১ সতীপীঠের অন্যতম। দু’দিনের ছুটিতে বাঙালির অন্যতম প্রিয় ডেস্টিনেশন। কিন্তু না, পরিস্থিতি বদলে গেছে। এখন আর ছুটি পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ার জো নেই। বিশেষজ্ঞরা বলছেন, করোনার থার্ড ওয়েভ অনিবার্য। ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে মারণ ভাইরাস। তাই, সংক্রমণ শৃঙ্খল রুখতে, দিঘা, দার্জিলিঙের পর, এবার বীরভূমের পর্যটনকেন্দ্রগুলিতেও জারি হল বিধিনিষেধ। 


করোনাবিধি নিয়ে কলকাতায় কড়াকড়ির এই ছবি ধরা পড়লেও, রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘায় ধরা পড়েছে উইকএন্ডের পুরনো চেনা ছবি। পর্যটকদের আনাগোনায় রীতিমতো গমগম করছে দিঘা।  কোভিড বিধি অমান্য করেই সৈকতে ঘুরছেন পর্যটকদের বড় অংশ। অধিকাংশ পর্যটকেরই নেই মাস্ক। কার্যত গা ঘেঁষাঘেঁষি করে চলছে সমুদ্রস্নান। এই অবস্থায় সচেতনতায় জোর দিল পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা প্রশাসন। পর্যটকদের হোটেলে থাকার জন্য জারি করেছে। হোটেল মালিকদের চিঠি দিয়ে জানানো হয়েছে, কোনও পর্যটককে রুম ভাড়া দেওয়ার আগে তাঁর কোভিড টেস্ট নেগেটিভ কিনা দেখতে হবে। অথবা, কারও ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলে, তাঁকে রুম ভাড়া দেওয়া যাবে।


পাশাপাশি ভ্যাকসিনের জোড়া ডোজ না নিলে দার্জিলিঙে পর্যটকদের প্রবেশ নিষেধ করা হয়েছে। দার্জিলিংয়ে ঢুকতে গেলে ভ্যাকসিন সার্টিফিকেট বা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। দুটির মধ্যে একটি না থাকলে, হোটেল বা হোম স্টে-তে ঢোকা যাবে না। এমনই নির্দেশ জারি করেছেন  দার্জিলিঙের জেলাশাসক।