মালদা: গণধর্ষণের একমাসের মধ্যে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ সেই অভিযুক্তদের বিরুদ্ধেই


জুলাই মাসে সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল তিন যুবকের বিরুদ্ধে।

অভিযোগ, এরপর অগাস্ট মাসে স্কুল থেকে ফেরার পথে ওই ছাত্রীকে অপহরণ করে সেই অভিযুক্তরাই। সেই থেকে চার মাস ধরে আর মেয়ের খোঁজ পাচ্ছে না পরিবার। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুটছেন তাঁরা।

ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানা এলাকায়। নিখোঁজ ছাত্রীর পরিবারের দাবি, ১১ জুলাই মেয়েকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে তিন প্রতিবেশী যুবক। যার মধ্যে একজন আবার নাবালক।

অভিযোগ, ওই কিশোরীকে তারা বিহারে পাচার করার চেষ্টা করে। কিন্তু, শেষমেশ তার আগেই পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে।

নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানো হয়। গোপন জবানবন্দিও নেওয়া হয়।

অভিযোগ, একমাস কাটতে না কাটতেই স্কুল থেকে ফেরার পথে ওই ছাত্রীকে ফের অপহরণ করে গণধর্ষণে অভিযুক্তরাই। সেই থেকে চার মাস ধরে আর মেয়ের খোঁজ পাচ্ছে না পরিবার।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্তরা এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরছে না।

নিখোঁজ ছাত্রীর পরিবার পুলিশের বিরুদ্ধে গড়িমসি এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলেছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

রতুয়া থানার পুলিশ অবশ্য গড়িমসির অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, ওই কিশোরীর খোঁজ চলছে।

কিন্তু, এতে মোটেই আশ্বস্ত হতে পারছেন না নিখোঁজ কিশোরীর মা-বাবা। চার মাস ধরে মেয়েটা কোথায় রয়েছে, কী অবস্থায় রয়েছে, তা ভাবলেই চোখ ভিজে যাচ্ছে জলে।