জলপাইগুড়ি: পরীক্ষায় নকল করতে দিতে হবে। সঙ্গে রাখতে দিতে হবে মোবাইল। দাবি মানতে রাজি না হওয়ায় এক ছাত্রী জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা কলেজের জিএস-কে অ্যাসিড মারার হুমকি দিয়েছে বলে অভিযোগ।
জলপাইগুড়ি ক্লাব রোডের এই কলেজটিতে বিএ প্রথম বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষায় নকল করা ও মোবাইল নিয়ে পরীক্ষায় বসার অভিযোগ ওঠে বেশ কয়েকজন ছাত্রীর বিরুদ্ধে। এর মধ্যে একজনকে হাতেনাতে পাকড়াও করেন কলেজের তৃণমূল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। বিষয়টি জানানো হয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ শীলা দত্ত ঘটককে।
অভিযোগ, খাতা কেড়ে নেওয়ায় ওই পরীক্ষার্থী অধ্যাপিকাদের দেখে নেওয়ার হুমকি দেয়। এমনকী রবিবার জিএস-এর বাড়িতে গিয়ে তাঁকে অ্যাসিড মারার হুমকি দেয় বলেও অভিযোগ। জলপাইগুড়ি কোতয়ালি থানার ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জিএস। তদন্তে নেমেছে পুলিশ।
পরীক্ষায় নকলে আপত্তি করায় জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা কলেজের জিএস-কে অ্যাসিড মারার হুমকি
ABP Ananda, Web Desk
Updated at:
05 Jun 2018 09:55 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -