তৃণমূলে যোগ দিয়ে সাংবাদিক বৈঠকে আনোয়ার পাশা বলেছেন, ‘ সব ধর্মের সহাবস্থান বাংলায়। তাতে বিভাজনের চেষ্টা হচ্ছে। ভোট ভেঙে বিহারে ক্ষমতায় এসেছে গেরুয়া শক্তি । বিহারে যা হয়েছে বাংলায় তা হতে দেওয়া যাবে না। গেরুয়া শক্তিকে রুখতে মমতার হাত শক্ত করুন।’
বিহারের সদ্য বিধানসভার নির্বাচনে এবার পাঁচটি আসনে জিতেছে ওয়েইসির এআইএমআইএম (মিম)। বিহারে মিমের এ ধরনের সাফল্য এই প্রথম। শুধু আসন জয়ই নয়। অনেক আসনেই সংখ্যালঘু ভোট কেটে বিরোধী মহাজোটের জয়ের পথে কাঁটা বিছিয়েছে মিম, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
এবার বাংলাতেও শক্তিবৃদ্ধির চেষ্টা করছে মিম। ওয়েইসি সে কথা জানিয়েওছেন। তৃণমূলের সংখ্যালঘু ভোট ভিত্তি মিম থাবা বসালে রাজ্যের আসন্ন নির্বাচনে শাসক দলকে সমস্যার মুখে পড়তে হতে পারে। এই অবস্থায় তৃণমূল মিমের বিরুদ্ধে আক্রমণ জোরাল করেছে। এই পরিস্থিতিতে এ রাজ্যে মিমের অন্যতম শীর্ষ নেতার তৃণমূলে যোগদান তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।