দার্জিলিং: গোর্খা জনমুক্তি মোর্চার উপর চাপ বাড়াচ্ছে হরকাবাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টি। আগের সর্বদল বৈঠকের সিদ্ধান্ত কার্যকর করার জন্য চাপ দিচ্ছে তারা। অবিলম্বে বনধ প্রত্যাহারের দাবিতে অনড় হরকার দল। জিটিএ থেকে মোর্চার সদস্যের ইস্তফাও দাবি করেছে তারা। সেই দাবি অগ্রাহ্য হলে সর্বদল থেকে ওয়াকআউটের হুমকি দিয়েছে জন আন্দোলন পার্টি।
মোর্চার ডাকে আজ পাহাড়ে সর্বদল বৈঠক। বেলা ১১টায় দার্জিলিঙের জিমখানা ক্লাবে এই বৈঠক শুরু হবে। মোর্চা ছাড়া বৈঠকে থাকতে পারে জিএনএলএফ, বিজেপি, গোর্খা রাষ্ট্রীয় নির্মাণ মঞ্চ সহ কয়েকটি দল।
এদিকে, মোর্চার ডাকা অনির্দিষ্টকালের বনধের জেরে আজও পাহাড় থমথমে। শুনশান রাস্তাঘাট। দোকানপাট বন্ধ। বিভিন্ন হোটেলে আটকে পড়া পর্যটকদের পুলিশের গাড়িতে শিলিগুড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।
মোর্চা ছাড়া বৈঠকে থাকতে পারে জিএনএলএফ, বিজেপি, গোর্খা রাষ্ট্রীয় নির্মাণ মঞ্চ-সহ বেশ কয়েকটি দল। এদিকে, মোর্চার ডাকা অনির্দিষ্টকালের বনধের জেরে আজও পাহাড় থমথমে। শুনসান রাস্তাঘাট। দোকানপাট বন্ধ। বিভিন্ন হোটেলে আটকে পড়া পর্যটকদের পুলিশের গাড়িতে শিলিগুড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।
পাহাড়ে আজ সর্বদল বৈঠক, বনধ প্রত্যাহারের দাবিতে মোর্চার ওপর চাপ বাড়াচ্ছে হরকার দল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jun 2017 09:30 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -