সন্দেহ, কলা চুরি করেছে, নদিয়ায় নির্মম অত্যাচারের শিকার ৫ নাবালক
ABP Ananda, Web Desk | 31 Mar 2018 08:46 AM (IST)
নদিয়া: কলাচোর সন্দেহে ৫ স্কুল পড়ুয়ার উপর নির্মম অত্যাচারের সাক্ষী হল নদিয়া। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গাছে বেঁধে তাদের মারা হয়েছে কিল চড়, পেটানো হয়েছে লাঠি দিয়ে। এক ছাত্রের আবার চুল, ভ্রু কেটে শরীরে পিঁপড়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। নদিয়ার ধানতলার বঙ্কিমনগর-মাঠপাড়ায় ঘটনাটি ঘটেছে। অত্যাচারের জেরে অসুস্থ হয়ে পড়ায় দশম শ্রেণির এক ছাত্রকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ছেলেদের বাঁচাতে গেলে বাবা মায়ের কাছে ১ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। ধানতলা থানায় ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর দু'দিন কেটে গেলেও এখনও অধরা অভিযুক্তরা।