হুগলি: ধর্ষণের অভিযোগে জেলে গিয়েছেন বাবা রামরহিম। ছত্তীসগঢ়ের তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ফলাহারি বাবা। বৃন্দাবনের আশ্রমে বনগাঁর তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সাধু গোবিন্দ মহন্ত। আইনের হাত থেকে রেহাই পাননি কোনও বাবাই-ই।
শেষরক্ষা হল না বাবা-র ছদ্মবেশে আত্মগোপন করে থাকা ব্যক্তিরও। তারাপীঠ থেকে গ্রেফতার নাবালিকা ধর্ষণে অভিযুক্ত প্রৌঢ়। ধৃতের নাম অশোক পাল। ঘটনার সূত্রপাত ২০১৬ সালের ১১ জানুয়ারি।
হুগলির মগরার ডেরিকুঠি এলাকার বাসিন্দা অশোক পালের বাড়িতে ভাড়া থাকত একটি পরিবার। অভিযোগ, টিভি দেখানোর নাম করে তাদের শিশুকন্যাকে নিজের ঘরে নিয়ে যান অশোক। সেখানেই শিশুকন্যার ওপর যৌন নির্যাতন চালান তিনি।
পুলিশে অভিযোগ দায়েরের পরই বেপাত্তা হয়ে যান অশোক। দেড় বছরেরও বেশি সময় তাঁর খোঁজ পায়নি পুলিশ। পুলিশের দাবি, ক’দিন আগে গোপন সূত্রে খবর আসে, তারাপীঠে সাধুর ছদ্মবেশে রয়েছেন অভিযুক্ত। শনিবার তাঁকে তারাপীঠ শ্মশান থেকে গ্রেফতার করা হয়।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন ধৃত। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে চুঁচুড়া আদালত।
তারাপীঠ থেকে গ্রেফতার সাধুর ছদ্মবেশে লুকিয়ে থাকা ‘ধর্ষক’
Web Desk, ABP Ananda
Updated at:
24 Sep 2017 09:03 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -