Suvendu Joins BJP LIVE Updates: বড় নেতা হলে ১৯৯৬, ২০০১, ২০০৪ সালে হারলেন কেন, লক্ষ্মণ শেঠের কাছে হারলেন কেন? শুভেন্দুকে পাল্টা কল্যাণ

Suvendu Joins BJP LIVE Updates, Amit Shah West Bengal Rally: দু’দিনের সফরে রাজ্যে অমিত শাহ। আজ মেদিনীপুরে সভা। শুভেন্দু সহ তৃণমূলত্যাগী একাধিক নেতার বিজেপিতে যোগদানের সম্ভাবনা। রবিবার বোলপুরে রোড শো।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 19 Dec 2020 05:30 PM
‘মেদিনীপুর কলেজ ময়দানে খেলতাম, কত লোক হয় জানা আছে’
‘রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুভেন্দুর লোকরা গিয়েছেন’
সব ভোগ করে নিয়ে যেতে হবে!’
‘কেন লোকসভায় জেতার পরেও মন্ত্রী হতে ফিরে এসেছিলেন’
‘আপনার জন্যই একটা উপনির্বাচন করতে হয়েছিল’
‘যে উপনির্বাচনে কয়েক কোটি টাকা খরচ হয়েছিল’
‘কাঁথি এলাকায় ঠিকাদারদের রাজা কে আমরাও জানি’
‘লক্ষ্মণ শেঠের মতো আপনার ইশারা ছাড়া পাতাও নড়ত না’
‘দল বদলের জন্য, আত্মরক্ষার জন্য মিথ্যে বলেছেন শুভেন্দু’
‘বুলেটপ্রুফ গাড়ি, ৩০ জন জওয়ান নিয়ে নন্দীগ্রাম যাবেন না’
‘নন্দীগ্রামে দাঁড়ান, দয়া করে আসন বদল করবেন না’
‘কাকে লড়াই বলে আমরা দেখিয়ে দেব’
‘বড় বক্তৃতায় ঝড় তোলা যায়, কিন্তু একুশের ঝড় হবে মমতাময়’
‘মেদিনীপুর কলেজ ময়দানে খেলতাম, কত লোক হয় জানা আছে’
‘রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুভেন্দুর লোকরা গিয়েছেন’
‘তাতেও মাঠ ভরেনি, মেদিনীপুরের লোক ওখানে ছিল না’
‘১৯৯৮ সালে তৈরির সময় আপনি তৃণমূলে ছিলেন না’
‘সে জন্য আপনি শুরু থেকে ছিলেন, এই দাবি করবেন না’
‘শিশির অধিকারী তৃণমূলের শুরু থেকে ছিলেন’
‘আপনার বুকের পাটা নেই, আপনি কাপুরুষ’
‘কাপুরুষ বলে ভাইপোর নাম নিতে পারলেন না’
‘বুকের পাটা থাকলে ভাইপোর নাম করে বলুন’
‘আর কত সম্মান চাই? মুখ্যমন্ত্রীর চেয়ারটাও চাই তো!’
‘উন্নয়ন হয়নি বলছেন, আপনি তো পরিবহণমন্ত্রী ছিলেন’
‘তাহলে কি সেফ ড্রাইভ, সেভ লাইফে আপনি কি ব্যর্থ?’
‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিচ্ছে বিজেপি’
‘মমতার পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হতে চান না’
‘শুধু মিথ্যে কথা বাজারে ছড়ানো হচ্ছে’
‘বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, পারেননি’
‘সব রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিচ্ছে মোদি সরকার’
‘বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল বিজেপি’
‘বিজেপি ৫০টা আসনও পেরোতে পারবে না’
‘মমতাই ২১০-র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে’
নাম না করে শুভেন্দুকে আক্রমণ করে তিনি বলেন, কাঁথি এলাকায় ঠিকাদারদের রাজা কে আমরাও জানি। ‘লক্ষ্মণ শেঠের মতো আপনার ইশারা ছাড়া পাতাও নড়ত না। পাশাপাশি অভিযোগ করেন, দল বদলের জন্য, আত্মরক্ষার জন্য মিথ্যে বলেছেন শুভেন্দু। আরও বলেন, বুলেটপ্রুফ গাড়ি, ৩০ জন জওয়ান নিয়ে নন্দীগ্রাম যাবেন না‘বড় বক্তৃতায় ঝড় তোলা যায়, কিন্তু একুশের ঝড় হবে মমতাময়।
বিজেপি এখন পরিবারতন্ত্রে ঢুকে গিয়েছে বলে দাবি করেন তিনি। বলেন, কেন ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে?’ পাশাপাশি আরও বলেন, অধিকারীতন্ত্রের ব্যাপারে অমিত শাহ কিছু বলুন। মমতার পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হতে আগ্রহী নন। মমতাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন বাংলার মানুষ। মমতার নামে আজও লাখো মানুষ ছুটে আসে। শুভেন্দুর উদ্দেশে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, বড় নেতা হলে ১৯৯৬, ২০০১, ২০০৪ সালে হারলেন কেন? বড় নেতা হলে লক্ষ্মণ শেঠের কাছে হারলেন কেন?
তিনি আরও বলেন. বিজেপি হচ্ছে লুঠেরাদের পার্টি। বিরোধী নেতাদের হুমকি দেওয়া হচ্ছে, লোভ দেখাচ্ছে। বিজেপি কৃষক বিরোধী একটা রাজনৈতিক দল। কৃষকের বাড়িতে খেলেই কৃষকবন্ধু হওয়া যায় না। বড় শিল্পপতিদের কাছে দেশটাকে বিক্রি করে দিয়েছে বিজেপি। আজকের কৃষক আন্দোলন দেখে নীল বিদ্রোহের কথা মনে পড়ছে। বিজেপি দাঙ্গাবাজ, গুন্ডাবাজের দল। যাদের নাম নিলেন সেই মণীষীদের পথ নিলে গুজরাতে দাঙ্গা হত না।
অমিত শাহের তোলা পরিবারতন্ত্রের অভিযোগের উত্তরে তাঁর ছেলে জয় শাহের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আপনার ছেলের কী যোগ্যতা ছিল? যোগ্যতা ছাড়াই বিসিসিআইয়ের সচিব অমিতের ছেলে।
মেদিনীপুরের কলেজ মাঠে অমিত শাহের সভা শেষেই জবাব দিতে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করেন, বিজেপির মুখে শুধু মিথ্যের ফুলঝুরি। শুভেন্দুকে নিশানা করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে তাড়ানো হয়েছিল। কিন্তু মমতা অন্য দলে যোগ দেননি, নিজে দল করেছেন। ১০ বছরে যারা শুধু ভোগ করেছে, বলেছেন মোদি হঠাও’ তাদেরকে যোগদান করানোর জন্য মিথ্যে বলতে হচ্ছে। ‘অমিত শাহকে জবাব দিয়ে তিনি বলেন, উনি বলছেন পরিবারতন্ত্র, অধিকারী পরিবারে সেটা নেই!’
অমিত শাহ বললেন, ‘নাড্ডার কনভয়ে হামলা হয়েছে, দিদি ভেবেছেন আমরা ভয় পাব। যত হিংসা করবে, তত কঠোর মোকাবিলা হবে। রাজ্যজুড়ে লাগাতার বিজেপি নেতা-কর্মীদের খুন করা হচ্ছে। লাখো মানুষের ভিড় দেখুন, আজ দিদির বিরুদ্ধে গোটা বাংলা। দিদির বিরুদ্ধে বাংলা আজ একজোট হয়েছে ।'
অমিত শাহ বললেন - 'আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু উন্নয়ন হয়নি । দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আমফানের টাকা তৃণমূলের পকেটে। করোনাকালে কেন্দ্রের দেওয়া জিনিস পাননি গরিবরা। হাইকোর্ট পর্যন্ত সিএজি তদন্তের কথা বলেছে। দিদি, আপনার লজ্জা হওয়া উচিত।'
মা কাউকে বলতে হলে নিজের মা ও ভারতমাতাকে মা বলব, অন্য কাউকে নয়.... বললেন শুভেন্দু।
শুভেন্দু বললেন ----


‘অমিত শাহ আমার বড় দাদা। মুকুল রায় বলেছেন, আত্মসম্মান থাকলে তৃণমূলে থাকিস না। যাদের জন্য গ্রামে গ্রামে ঘুরেছি, তারা কেউ খোঁজ নেয়নি। কিন্তু করোনা হয়েছিল যখন তখন অমিত শাহ খোঁজ নিয়েছেন। অর্জুন সিংহের বিরুদ্ধে ১০০টি মামলা হয়েছে। আশ্বস্ত করছি বিজেপি নেতৃত্বকে, শুভেন্দু মাতব্বরি করতে আসেনি। শুভেন্দু একজন কর্মী হিসেবে দলের নির্দেশ পালন করবে। আমি সিঁড়ি দিয়ে উঠে এসেছি। অনেকে আমাকে বিশ্বাসঘাতক বলছে! প্রতিষ্ঠার পর এনডিএ-র শরিক ছিল তৃণমূল । এবারও দ্বিতীয় হবেন মমতা, প্রথম হবে বিজেপিই। এবার বাংলায় বিজেপিরই সরকার হবে। যেখানে বিশ্বাস নেই, সম্মান নেই, সেখানে থাকব না। বলছে মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমার জন্মদাত্রী মা গায়ত্রী অধিকারী, অন্য কেউ নয়। মা বলতে হলে ভারতমাতাকে বলব, অন্য কাউকে নয়। কেন্দ্রীয় প্রকল্পকে রাজ্যে চালু করা হচ্ছে না’
অমিত শাহকে বড় দাদা বলে সম্বোধন। শুভেন্দু বললেন, নেতাগিরি করব না। বিজেপি পতাকা লাগাতে বললে লাগাব, দেওয়াল লিখতে বললেন লিখব। ছাত্র রাজনীতি করে উঠে এসেছি।
মেদিনীপুরের দিলীপ ঘোষের হাত ধরে মঞ্চ উঠলেন শুভেন্দু। ধরলেন অমিত শাহের হাত। বললেন ভারতমাতা কী জয়। তারপর প্রণাম পায়ে হাত দিয়ে।
" গত ১০ বছরে কোনও পরিবর্তন হয়নি। নীচুতলার কর্মীরা একটু একটু করে দল তৈরি করেছেন। যাঁরা পার্টি তৈরি করেছেন, তাঁরা গুরুত্ব পাননি । ব্যক্তিগত স্বার্থ দলে প্রাধান্য পেয়েছে। রাজ্যের মানুষকে ঠিক করতে হবে, তাঁরা কী করবেন। গত ১০ বছরে কোনও পরিবর্তন হয়নি। নীচুতলার কর্মীরা একটু একটু করে দল তৈরি করেছেন। যাঁরা পার্টি তৈরি করেছেন, তাঁরা গুরুত্ব পাননি। ব্যক্তিগত স্বার্থ দলে প্রাধান্য পেয়েছে। রাজ্যের মানুষকে ঠিক করতে হবে, তাঁরা কী করবেন। আজ আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। রাজ্যের উন্নয়নের জন্য সিদ্ধান্ত নিতে হবে। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। ১০ বছর ক্ষমতায় থাকার পর দুয়ারে সরকারের মতো প্রকল্প নিতে হচ্ছে! আমাদের একসঙ্গে নতুন পথে হাঁটতে হবে। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। তিন দশক আগে যে আদর্শের লড়াই শুরু করেছিলাম, তা চালিয়ে যাব।" তৃণমূল কর্মীদের উদ্দেশে খোলা চিঠি শুভেন্দুর
মেদিনীপুরে অমিত শাহর সভায় যোগ দিলেন একঝাঁক বিধায়ক, সাংসদ, নেতা। শুভেন্দু সহ যোগ দিয়েছেন ১০ জন বিধায়ক। এছাড়াও, এক সাংসদ ও এক প্রাক্তন সাংসদ আজ বিজেপিতে যোগ দিয়েছেন।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি, ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, পূর্ব বর্ধমানের বিধায়ক সৈকত পাঁজা, গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস, নাগরাকাটার বিধায়ক সুকরা মুণ্ডা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের তালিকায় সবথেকে বড় নাম প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও আরেক প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও যোগ দিয়েছেন বিজেপিতে। এদের সঙ্গেই আজ বিজেপিতে যোগ দিয়েছেন হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল ও তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্দা। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল ও আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে। এছাড়াও, আজ অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দেন কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর সন্ময় বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ৬ নেতা।
তৃণমূল কর্মীদের উদ্দেশে খোলা চিঠি শুভেন্দুর।
‘গত ১০ বছরে কোনও পরিবর্তন হয়নি। নীচুতলার কর্মীরা একটু একটু করে দল তৈরি করেছেন। যাঁরা পার্টি তৈরি করেছেন, তাঁরা গুরুত্ব পাননি । ব্যক্তিগত স্বার্থ দলে প্রাধান্য পেয়েছে। রাজ্যের মানুষকে ঠিক করতে হবে, তাঁরা কী করবেন’
এবারের রাজ্য সফরে আজ মেদিনীপুরের বালিজুড়ি গ্রামে কৃষক পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। সূত্রের খবর, স্থানীয় বাসিন্দা সনাতন সিংহর বাড়িতে শাহি মেনুতে থাকছে স্যালাড, ভাত, রুটি, পোস্ত দিয়ে খসলা শাক, লাউ দিয়ে মুগ ডাল, শুক্তো, ঢেঁড়স, উচ্ছে এবং পটল ভাজা, ফুলকপির তরকারি, টক দই, মিষ্টি, পাঁপড় এবং চাটনি। রান্নার প্রস্তুতি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল।
মহামায়া মন্দিরে আমিত শাহ।
পশ্চিম মেদিনীপুরের শালবনিতে মহামায়া মন্দিরে পুজো দেবেন অমিত শাহ। ৫০০ বছরেও বেশি পুরনো মন্দিরের সঙ্গে ইতিহাসের যোগ রয়েছে। চুয়াড় বিদ্রোহের সঙ্গে জড়িয়ে মন্দিরের ইতিহাস। অমিত শাহর মন্দির দর্শন উপলক্ষ্যে কড়া নিরাপত্তা। মন্দির চত্বরে সাধারণের প্রবেশ নিষেধ। পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হচ্ছে সেবায়েত, পুরোহিত ও মন্দির কমিটির সদস্যদের।
দল ছাড়ছেন গাজোলের তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস। ২০১৬-য় সিপিএমের টিকিটে জিতে একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূলে যোগ দেন দীপালি। আজ যোগ দেবেন বিজেপিতে।
এই ৯ বিধায়ক যোগ দেবেন তৃণমূলে
শীলভদ্র দত্ত, ব্যারাকপুর (তৃণমূল)
বনশ্রী মাইতি, কাঁথি উত্তর (তৃণমূল)
বিশ্বজিৎ কুণ্ডু, কালনা (তৃণমূল)
দীপালি বিশ্বাস, গাজোল (তৃণমূল)
সুকরা মুণ্ডা, নাগরাকাটা (তৃণমূল)
সৈকত পাঁজা, পূর্ব বর্ধমান (তৃণমূল)
অশোক দিন্দা, তমলুক (সিপিআই)
তাপসী মণ্ডল, হলদিয়া (সিপিএম)
সুদীপ মুখোপাধ্যায়, পুরুলিয়া (কংগ্রেস)>
এবিপি আনন্দের হাতে বিজেপিতে যোগদানকারী নেতাদের তালিকা
তালিকায় আছেন ৯ জন বিধায়ক
৯ জনের মধ্যে ৬ জন বিধায়ক তৃণমূল কংগ্রেসের
বিজেপির তালিকায় তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল
বিজেপির তালিকায় প্রাক্তন সাংসদ দশরথ তিরকে
উত্তর কাঁথি, হলদিয়া তমলুকের বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে
বিজেপির তালিকায় আছেন কালনা ও পূর্ব বর্ধমানের তৃণমূল বিধায়ক
বিজেপিতে যোগ দিচ্ছেন ৬ সংখ্যালঘু নেতা
ক্ষুদিরাম বসুর জন্মস্থানে এসে মাটি মাথায় স্পর্শ করালাম। এতে ধন্য বোধ করছি। বললেন অমিত। স্বরাষ্ট্রমন্ত্রী স্মরণ করলেন শহিদ ক্ষুদিরামকে।
ক্ষুদিরাম বসুর মাসির বাড়িতে অমিত শাহ, বিজেপিতে যোগ দিচ্ছেন গাজোলের তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস । আবারও ভাঙন তৃণমূলে। 'এলাকার উন্নয়ন করতে পারছি না, তাই দল ছাড়ছি', জানালেন দীপালি।
পশ্চিম মেদিনীপুরের শালবনিতে মহামায়া মন্দিরে পুজো দেবেন অমিত শাহ। ৫০০ বছরেও বেশি পুরনো মন্দিরের সঙ্গে ইতিহাসের যোগ রয়েছে। চুয়াড় বিদ্রোহের সঙ্গে জড়িয়ে মন্দিরের ইতিহাস। অমিত শাহর মন্দির দর্শন উপলক্ষ্যে কড়া নিরাপত্তা। মন্দির চত্বরে সাধারণের প্রবেশ নিষেধ। পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হচ্ছে সেবায়েত, পুরোহিত ও মন্দির কমিটির সদস্যদের।
অমিত শাহর সভাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ও খেজুরিতে উত্তেজনা। বিজেপি কর্মীদের সভায় যেতে বাধা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, পটাশপুরের আলামচক বেলদা গ্রাম থেকে বিজেপি কর্মীরা অমিত শাহর সভায় যাওয়ার পথে, তাঁদের বাধা দেন তৃণমূল কর্মীরা। মারধরও করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাইক। পাশাপাশি, খেজুরিতেও বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সেখানে শুভেন্দুর সমর্থনে লাগানো পোস্টারও ছেঁড়া হয় বলে অভিযোগ। দুটি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
মোদিনীপুরে নামল অমিত শাহের চপার।
শান্তিকুঞ্জ থেকে কালো গাড়ি চড়ে রওনা দিলেন শুভেন্দু অধিকারী।
পঁচিশ গাড়ির কনভয় রওনা দিল কোলাঘাটের গেস্ট হাউস থেকে। সেখানে ছিলেন একাধিক বিধায়ক ও নেতা। সূত্রের খবর, গেস্ট হাউসে ছিলেন হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল, তৃণমূলের কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি, তমলুকের বিধায়ক অশোক দিন্দা, ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত সহ আরও কয়েকজন। ছিলেন প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
নিউটাউনের হোটেলে এনআইএ আধিকারিকদের সঙ্গে অমিত শাহর ভার্চুয়াল বৈঠক। সূত্রের খবর, এনআইএ-র হাতে থাকা বিভিন্ন মামলার স্টেটাস রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে।
কলকাতা বিমান বন্দরের পথে অমিত শাহ। যাচ্ছেন মেদিনীপুরে।
তাঁকে চা-পানের অনুরোধ মহারাজদের। উপহার দেওয়া হবে স্বামী বিবেকানন্দ রচনাবলী।
উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈত্রিক বাড়িতে অমিত শাহ। সঙ্গে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়।
ফুল-মালায় সাজানো হয়েছে স্বামী বিবেকানন্দর মূর্তি। গিয়েছেন ঠাকুরঘরে। ঘুরলেন মিউজিয়াম। গোটা এলাকাজুড়ে অমিত শাহর কাটআউট।
উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈত্রিক বাড়িতে যাবেন অমিত শাহ। ফুল-মালায় সাজানো হয়েছে স্বামী বিবেকানন্দর মূর্তি। গোটা এলাকাজুড়ে অমিত শাহর কাটআউট। স্বামী বিবেকানন্দর মূর্তিতে মালা দেওয়ার পর তাঁর জন্মস্থান ঘুরে দেখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যাবেন বিবেকানন্দ মিউজিয়ামেও। এরপর শিব মন্দিরে পুজো দেবেন অমিত শাহ।
অন্যদিকে, স্বামী বিবেকানন্দর বাড়ির ঠিক উল্টোদিকে তৃণমূলের বঙ্গধ্বনি কর্মসূচির বড় হোর্ডিং লাগানো হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।
জল্পনার অবসান। আজই বিজেপিতে যোগ দিচ্ছেন কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। অমিত শাহর সভায় যোগ দিতে ইতিমধ্যেই মেদিনীপুর রওনা দিয়েছেন তিনি। বিধায়কের দাবি, তৃণমূলের তরফে গতকাল দলে তাঁর থাকা নিয়ে মিথ্যা দাবি করা হয়। গতকালই সৌগত রায় দাবি করেন, দলেই থাকছেন কালনার বিধায়ক। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
জল্পনার অবসান। আজই বিজেপিতে যোগ দিচ্ছেন কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। অমিত শাহর সভায় যোগ দিতে ইতিমধ্যেই মেদিনীপুর রওনা দিয়েছেন তিনি। বিধায়কের দাবি, তৃণমূলের তরফে গতকাল দলে তাঁর থাকা নিয়ে মিথ্যা দাবি করা হয়। গতকালই সৌগত রায় দাবি করেন, দলেই থাকছেন কালনার বিধায়ক। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
তৃণমূল ছাড়ার পর এবার বিজেপিতে যোগ দিচ্ছেন শীলভদ্র দত্ত। থাকছেন মেদিনীপুরে অমিত শাহর সভায়। দলের সঙ্গে মতপার্থক্যের জেরেই বিজেপিতে যোগদান, নিজেই জানালেন ব্যারাকপুরের বিধায়ক।
তৃণমূল ছাড়ার পর এবার বিজেপিতে যোগ দিচ্ছেন শীলভদ্র দত্ত। থাকছেন মেদিনীপুরে অমিত শাহর সভায়। দলের সঙ্গে মতপার্থক্যের জেরেই বিজেপিতে যোগদান, নিজেই জানালেন ব্যারাকপুরের বিধায়ক। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আজ মেদিনীপুরের হবিবপুরে সিদ্ধেশ্বরী মন্দিরে যাবেন অমিত শাহ। সেখআনে পুজো দেবেন তিনি। সাড়ে ৫০০ বছরের পুরনো এই কালী মন্দির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্দির দর্শন উপলক্ষ্যে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। সকাল থেকে মন্দিরে রয়েছেন পুরোহিত ও সেবায়েতরা। সকলেই অমিত শাহর আসার অপেক্ষায় রয়েছেন।

প্রেক্ষাপট

মেদিনীপুর:  আজ মেদিনীপুরে অমিত শাহর জনসভা। গতকালই কলকাতায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শহরে পৌঁছেই ট্যুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। লেখেন, ''কলকাতায় পৌঁছলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মহামানবের এই পুণ্যভূমিকে শতকোটি প্রণাম জানাই। ''

শুক্রবারই তিনি  ওঠেন নিউটাউনের একটি হোটেলে। শনিবার দিনভর একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহর। সকালে হোটেলেই এনআইয়ের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এরপর যাবেন স্বামী বিবেকানন্দের পৈত্রিক বাড়িতে। সেখান থেকে কলকাতা বিমানবন্দর। হেলিকপ্টারে মেদিনীপুরের উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ। সেখানে পৌঁছে সিদ্ধেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেবেন। এরপর মেদিনীপুর শহরে ক্ষুদিরাম বসুর মূর্তি মাল্যদান করবেন অমিত শাহ। যাবেন হবিবপুরে ক্ষুদিরাম বসুর মাসির বাড়িতেও।

সেখান থেকে মেদিনীপুর ব্লকের কর্ণগড়ে, দেবী মহামায়া মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, মেদিনীপুরের বালিঝুড়ি গ্রামে কৃষক পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অমিত। এবারের রাজ্য সফরে আজ মেদিনীপুরের বালিঝুড়ি গ্রামে কৃষক পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। সূত্রের খবর, স্থানীয় বাসিন্দা সনাতন সিংহর বাড়িতে শাহি মেনুতে থাকছে স্যালাড, ভাত, রুটি, পোস্ত দিয়ে খসলা শাক, লাউ দিয়ে মুগ ডাল, শুক্তো, ঢেঁড়স, উচ্ছে এবং পটল ভাজা, ফুলকপির তরকারি, টক দই, মিষ্টি, পাঁপড় এবং চাটনি। মাটির থালার ওপর কলা পাতায় খাবার পরিবেশন করা হবে অমিত শাহ-কে।

এরপর দুপুর আড়াইটে নাগাদ মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহ-র জনসভা। বিকেলে মেদিনীপুর থেকে হেলিকপ্টারে কলকাতায় ফিরে, রাতে হোটেলে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করার কথা অমিত শাহর।

রবিবার অমিত শাহ যাবেন বিশ্বভারতীতে। সকালে ১০টা ৫০ নাগাদ তাঁর হেলিকপ্টারে বীরভূমে যাওয়ার কথা। বেলা ১১টা নাগাদ বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। দুপুর ১টা নাগাদ বীরভূমের পারুলডাঙায় এক বাউল শিল্পীর সঙ্গে মধ্যাহ্নভোজ। ২টো থেকে ৪টে পর্যন্ত রোড শো। হনুমান মন্দির থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত রোড শো-য়ে অংশ নেবেন অমিত শাহ। এরপর বোলপুরেই সাংবাদিক বৈঠক করে, অন্ডাল বিমানবন্দর হয়ে দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সফর উপলক্ষে রাজ্য প্রশাসনকে নিরাপত্তার নিশ্চিদ্র ব্যবস্থা করতে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.