Suvendu Joins BJP LIVE Updates: বড় নেতা হলে ১৯৯৬, ২০০১, ২০০৪ সালে হারলেন কেন, লক্ষ্মণ শেঠের কাছে হারলেন কেন? শুভেন্দুকে পাল্টা কল্যাণ

Suvendu Joins BJP LIVE Updates, Amit Shah West Bengal Rally: দু’দিনের সফরে রাজ্যে অমিত শাহ। আজ মেদিনীপুরে সভা। শুভেন্দু সহ তৃণমূলত্যাগী একাধিক নেতার বিজেপিতে যোগদানের সম্ভাবনা। রবিবার বোলপুরে রোড শো।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 19 Dec 2020 05:30 PM

প্রেক্ষাপট

মেদিনীপুর:  আজ মেদিনীপুরে অমিত শাহর জনসভা। গতকালই কলকাতায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শহরে পৌঁছেই ট্যুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। লেখেন, ''কলকাতায় পৌঁছলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মহামানবের এই পুণ্যভূমিকে...More

‘মেদিনীপুর কলেজ ময়দানে খেলতাম, কত লোক হয় জানা আছে’
‘রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুভেন্দুর লোকরা গিয়েছেন’
সব ভোগ করে নিয়ে যেতে হবে!’
‘কেন লোকসভায় জেতার পরেও মন্ত্রী হতে ফিরে এসেছিলেন’
‘আপনার জন্যই একটা উপনির্বাচন করতে হয়েছিল’
‘যে উপনির্বাচনে কয়েক কোটি টাকা খরচ হয়েছিল’
‘কাঁথি এলাকায় ঠিকাদারদের রাজা কে আমরাও জানি’
‘লক্ষ্মণ শেঠের মতো আপনার ইশারা ছাড়া পাতাও নড়ত না’
‘দল বদলের জন্য, আত্মরক্ষার জন্য মিথ্যে বলেছেন শুভেন্দু’
‘বুলেটপ্রুফ গাড়ি, ৩০ জন জওয়ান নিয়ে নন্দীগ্রাম যাবেন না’
‘নন্দীগ্রামে দাঁড়ান, দয়া করে আসন বদল করবেন না’
‘কাকে লড়াই বলে আমরা দেখিয়ে দেব’
‘বড় বক্তৃতায় ঝড় তোলা যায়, কিন্তু একুশের ঝড় হবে মমতাময়’
‘মেদিনীপুর কলেজ ময়দানে খেলতাম, কত লোক হয় জানা আছে’
‘রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুভেন্দুর লোকরা গিয়েছেন’
‘তাতেও মাঠ ভরেনি, মেদিনীপুরের লোক ওখানে ছিল না’
‘১৯৯৮ সালে তৈরির সময় আপনি তৃণমূলে ছিলেন না’
‘সে জন্য আপনি শুরু থেকে ছিলেন, এই দাবি করবেন না’
‘শিশির অধিকারী তৃণমূলের শুরু থেকে ছিলেন’
‘আপনার বুকের পাটা নেই, আপনি কাপুরুষ’
‘কাপুরুষ বলে ভাইপোর নাম নিতে পারলেন না’
‘বুকের পাটা থাকলে ভাইপোর নাম করে বলুন’
‘আর কত সম্মান চাই? মুখ্যমন্ত্রীর চেয়ারটাও চাই তো!’
‘উন্নয়ন হয়নি বলছেন, আপনি তো পরিবহণমন্ত্রী ছিলেন’
‘তাহলে কি সেফ ড্রাইভ, সেভ লাইফে আপনি কি ব্যর্থ?’
‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিচ্ছে বিজেপি’
‘মমতার পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হতে চান না’
‘শুধু মিথ্যে কথা বাজারে ছড়ানো হচ্ছে’
‘বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, পারেননি’
‘সব রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিচ্ছে মোদি সরকার’
‘বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল বিজেপি’
‘বিজেপি ৫০টা আসনও পেরোতে পারবে না’
‘মমতাই ২১০-র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে’