মালদা:  বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ। যার জেরে সাত মাসের অন্তঃসত্ত্বা আদিবাসী গৃহবধূর মাথা ন্যাড়া করে দেড় লক্ষ টাকা জরিমানা করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানা এলাকার পাহাড়ভিটা গ্রামে।

দিন কয়েক আগে বাসে করে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। ওই সময় পাশের গ্রামের এক যুবকের সঙ্গে বসেছিলেন ওই গৃহবধূ। এই খবর জানাজানি হওয়ার পরই গত শুক্রবার গ্রামে সালিশি সভা বসানো হয়। নির্যাতিতার দাবি, সালিশিতে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। পরে রাতে বাড়িতে চড়াও হয়ে তাঁর চুল কেটে নেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সাত জনের বিরুদ্ধে গাজোল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও অধরা অভিযুক্তরা।