কলকাতা: এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনা করে সিপিএমে ভর্ৎসিত দলের নেতা  গৌতম দেব। সোমবার থেকে শুরু হওয়া দু’দিনের রাজ্য কমিটির বৈঠকে এ দিন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, গৌতম দেবের বক্তব্য দল অনুমোদন করে না। সমর্থনও করে না।


সীতারাম ইয়েচুরিকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ভোটে প্রার্থী করা হবে কি না তা নিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে ভোটাভুটি হয়। বঙ্গ নেতৃত্বের অনেকে ইয়েচুরির পক্ষে দাঁড়ালেও কারাটপন্থীদের আপত্তিতে খারিজ হয়ে যায় ইয়েচুরিকে বাংলা থেকে প্রার্থী করার প্রস্তাব। এই সিদ্ধান্তের বিরোধিতা করে কেন্দ্রীয় কমিটির সমালোচনায় সরব হন গৌতম দেব। প্রকাশ কারাটদের একহাত নিয়ে তিনি বলেন, আমি বুঝতে পারি না। ইয়েচুরিকে হিংসা করে না কি? ও দেশজুড়ে একটা গ্রহণযোগ্য মুখ হয়ে উঠছিল বলেই কি এটা করল? এদের মাথা থেকে কেরা বের না করলে হবে না।

সম্প্রতি, সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকেও, এই মন্তব্যের প্রসঙ্গ তুলে গৌতম দেবের সমালোচনা করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এ দিন একধাপ এগিয়ে, পূর্ব বর্ধমান জেলা পার্টি

গৌতম দেবের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে কড়া চিঠি দিল কেন্দ্রীয় কমিটিকে। চিঠিতে বলা হয়েছে,গৌতম দেব নিজে কেন্দ্রীয় কমিটির সদস্য হয়ে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের বিরোধিতা ও সমালোচনা করেছেন। এটা শৃঙ্খলাভঙ্গের সামিল। তিনি এর আগেও এমন দলবিরোধী মন্তব্য করছেন। বিষয়টি কেন্দ্রীয় কমিটি গুরুত্ব দিয়ে দেখুক।

এ নিয়ে গৌতম দেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি এখন চিকিৎ‍সার জন্য দিল্লিতে আছি। কোন জেলা নেতৃত্ব কাকে কী চিঠি দিয়েছে জানি না। কেন্দ্রীয় কমিটির যা মনে হবে, করবে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।

সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, গৌতম দেবের বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলা পার্টির নালিশের প্রেক্ষিতে যা সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রীয় কমিটিই নেবে। এই বলে কি গৌতম দেবকে আড়াল করে বল কেন্দ্রীয় কমিটির কোর্টে ঠেলার চেষ্টা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক? প্রশ্ন আলিমুদ্দিনে।