অনুব্রতর ব্রাহ্মণ সম্মেলনে বিলি হবে প্রায় দু’হাজার গাভী, ইমাম-মোয়াজ্জেমদের মতো পুরোহিতদেরও ভাতা চাই, মিছিল বীরভূম জেলা কংগ্রেসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jan 2018 08:43 PM (IST)
NEXT
PREV
বীরভূম: ‘ধর্ম রাজনীতি’ তুঙ্গে বীরভূমে । পুরোহিত সম্মেলনের পাল্টা পুরোহিতদের জন্য ভাতার দাবি। বীরভূমের কংগ্রেস বিধায়ক মিলটন রশিদের নেতৃত্বে তারাপীঠে মিছিল করল জেলা কংগ্রেস। দাবি, ইমাম-মোয়াজ্জেমদের মতো ভাতা দিতে হবে পুরোহিতদেরও।
১৮ তারিখ বোলপুরে বিশাল আকারে ব্রাহ্মণ সম্মেলন করতে চলেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তার আগেই তৃণমূল সরকারের উপর চাপ তৈরি করতে আসরে নেমে পড়ল কংগ্রেস। ইমামদের মতো ভাতা দিতে হবে পুরোহিতদেরও, এই দাবিতে শুক্রবার তারাপীঠে মিছিল করে বীরভূম জেলা কংগ্রেস নেতৃত্ব।
ক্ষমতায় এসেই ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা দেওয়া চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সংখ্যালঘু তোষণের অভিযোগ করে বিরোধীরা। এই প্রেক্ষাপটে এবার নয়া চাল দিলেন হাসানের কংগ্রেস বিধায়ক মিলটন রশিদ! রাজনীতির সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতিকে মিশিয়ে তাঁর প্রশ্ন, ইমাম-মোয়াজ্জেমদের ভাতা দেওয়া হলে পুরোহিতদের নয় কেন?
এদিকে বোলপুরে ব্রাহ্মণ সম্মেলনের প্রাক্কালে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, এই সম্মেলনে ১৫ হাজার ব্রাহ্মণ, পুরোহিতের জমায়েত হবে। সম্মেলনের পর খাওয়ার মেনুতে থাকছে লুচি, ছোলার ডাল, কুমড়ো-পটল-আলুর তরকারি, বোঁদে, মিষ্টি এবং ফল।
সম্মেলনে আসা ব্রাহ্মণদের দেওয়া হবে নামাবলী, গীতা, রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা মায়ের ছবি এবং তাঁদের বাণী সম্বলিত বই।
সূত্রের দাবি, প্রাণিসম্পদ দফতর থেকে প্রায় দু’হাজার গাভী আনা হচ্ছে। তা-ও ব্রাহ্মণদের মধ্যে বিতরণ করা হবে।
একদিকে কংগ্রেস, অন্যদিকে তৃণমূল। সম্মেলন বনাম ভাতা দেওয়ার দাবি। ধর্ম রাজনীতি তুঙ্গে।
বীরভূম: ‘ধর্ম রাজনীতি’ তুঙ্গে বীরভূমে । পুরোহিত সম্মেলনের পাল্টা পুরোহিতদের জন্য ভাতার দাবি। বীরভূমের কংগ্রেস বিধায়ক মিলটন রশিদের নেতৃত্বে তারাপীঠে মিছিল করল জেলা কংগ্রেস। দাবি, ইমাম-মোয়াজ্জেমদের মতো ভাতা দিতে হবে পুরোহিতদেরও।
১৮ তারিখ বোলপুরে বিশাল আকারে ব্রাহ্মণ সম্মেলন করতে চলেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তার আগেই তৃণমূল সরকারের উপর চাপ তৈরি করতে আসরে নেমে পড়ল কংগ্রেস। ইমামদের মতো ভাতা দিতে হবে পুরোহিতদেরও, এই দাবিতে শুক্রবার তারাপীঠে মিছিল করে বীরভূম জেলা কংগ্রেস নেতৃত্ব।
ক্ষমতায় এসেই ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা দেওয়া চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সংখ্যালঘু তোষণের অভিযোগ করে বিরোধীরা। এই প্রেক্ষাপটে এবার নয়া চাল দিলেন হাসানের কংগ্রেস বিধায়ক মিলটন রশিদ! রাজনীতির সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতিকে মিশিয়ে তাঁর প্রশ্ন, ইমাম-মোয়াজ্জেমদের ভাতা দেওয়া হলে পুরোহিতদের নয় কেন?
এদিকে বোলপুরে ব্রাহ্মণ সম্মেলনের প্রাক্কালে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, এই সম্মেলনে ১৫ হাজার ব্রাহ্মণ, পুরোহিতের জমায়েত হবে। সম্মেলনের পর খাওয়ার মেনুতে থাকছে লুচি, ছোলার ডাল, কুমড়ো-পটল-আলুর তরকারি, বোঁদে, মিষ্টি এবং ফল।
সম্মেলনে আসা ব্রাহ্মণদের দেওয়া হবে নামাবলী, গীতা, রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা মায়ের ছবি এবং তাঁদের বাণী সম্বলিত বই।
সূত্রের দাবি, প্রাণিসম্পদ দফতর থেকে প্রায় দু’হাজার গাভী আনা হচ্ছে। তা-ও ব্রাহ্মণদের মধ্যে বিতরণ করা হবে।
একদিকে কংগ্রেস, অন্যদিকে তৃণমূল। সম্মেলন বনাম ভাতা দেওয়ার দাবি। ধর্ম রাজনীতি তুঙ্গে।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -