অনুব্রত মণ্ডলের পাইলট কারে দুর্ঘটনা, মৃত ১ এএসআই, জখম ৪ পুলিশকর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Apr 2018 09:00 AM (IST)
বীরভূম: তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পাইলট কারে দুর্ঘটনা। মৃত এক এএসআই। আহত আরও ৪ পুলিশকর্মী। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অনুব্রত মণ্ডলকে কলকাতায় পৌঁছে দিয়ে ফিরছিল পাইলট কারটি। গতকাল রাত ১টা নাগাদ পূর্ব বর্ধমানের আউশগ্রামে ওভারটেক করতে গিয়ে গাড়িটি একটি লরিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক এএসআইয়ের। আহত হন আরও ৪ পুলিশকর্মী।