মোহন দাস,হগলি: কথায় আছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। কিন্তু স্বপ্ন যদি হয় কোটি টাকার তাহলে বোধহয় দেখতে নেই মানা। বড়দিনে সান্তা ক্লজ উপহারের ঝুলি নিয়ে আসেন বলে মনে করা হয়। কিন্তু সান্তা বুড়ো যে এভাবে তার উপহারের ঝুলি উপুড় করে দেবেন তা স্বপ্নেও ভাবেননি আরামবাগের মনসাতলার বাসিন্দা উত্তম মাইতি।সকালে লটারির টিকিট কেটে রাতে তিনি কোটিপতি। ছোট থেকেই অভাবের সঙ্গে লড়াই শুরু করে পার করে ফেলেছেন পঞ্চাশটা বছর। আগে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। শারীরিক অসুস্থতার জন্য সেই কাজ ছেড়ে দিয়ে একটি ছোট্ট কাপড়ের গুমটি দোকান করেন। সেটিও টুকটাকই চলে।অভাবের সংসারে খরচ তার স্ত্রী কৃষ্ণ মাইতিকেও সেলাই মেশিনের কাজ করতে হয়। তাঁর দুই ছেলে। তাঁরাও কাজ করেন অন্যের দোকানে। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে উত্তম বাবুর অভাবের সংসার।
অভাবের সঙ্গে লড়াই করতে করতে ভাগ্য ফেরার আশায় প্রায়ই লটারির টিকিট কাটতেন তিনি। বৃহস্পতিবার সকালেও দেড়শ টাকার লটারি টিকিট কাটেন। সন্ধ্যায় টিকিট মেলাতে গিয়ে চমকে যান তিনি। তার ওই টিকিটই এনে দিয়েছে তাকে কোটি টাকার পুরস্কার। প্রথমটা নিজের চোখকে পর্যন্ত বিশ্বাস হচ্ছিল না। বারবার মেলাচ্ছিলেন নম্বর। নিশ্চিন্ত হতেই আনন্দে আত্মহারা হয়ে যান তিনি। পাশাপাশি এত টাকা জিতে আতঙ্ক গ্রাস করেছে তাকে। কার্যত দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এত টাকা নিয়ে এখন কি করবেন, বুঝেই উঠতে পারছেন না উত্তম বাবু।
উত্তমবাবুর স্ত্রী বলেছেন, কষ্ট করে ছেলেদের পড়াশোনা করিয়েছেন। এখন দুই ছেলের জন্য কিছু করার কথা ভাবছেন তাঁরা।
Lottery results: সকালে লটারির টিকিট কিনে রাতেই কোটিপতি আরামবাগের দরিদ্র দোকানদার!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Dec 2020 08:38 PM (IST)
কথায় আছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। কিন্তু স্বপ্ন যদি হয় কোটি টাকার তাহলে বোধহয় দেখতে নেই মানা। বড়দিনে সান্তা ক্লজ উপহারের ঝুলি নিয়ে আসেন বলে মনে করা হয়। কিন্তু সান্তা বুড়ো যে এভাবে তার উপহারের ঝুলি উপুড় করে দেবেন তা স্বপ্নেও ভাবেননি আরামবাগের মনসাতলার বাসিন্দা উত্তম মাইতি।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -