কাঁচরাপাড়া, হালিশহর: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এর তালদির পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া-হালিশহর। ফের লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বাড়ানোয় যাত্রী বিক্ষোভ।
বৃহস্পতিবারের পর শুক্রবার...দাবি আদায়ে ফের রেলপথ অবরোধ! ব্যস্ত সময়ে ফিরল দুর্ভোগের সেই চেনা ছবি। অবরোধ তুলতে লাঠি চালাল আরপিএফ!
শুক্রবার সকাল সাড়ে ৮টা... লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বাড়ানোর প্রতিবাদে কাঁচরাপাড়ায় আপ ও ডাউন লাইন অবরোধ করেন নিত্যযাত্রীদের একাংশ। অবরোধ শুরু হয় হালিশহরেও।
জোড়া অবরোধে শিয়ালদা মেন লাইনে বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন চলাচল। স্কুল-কলেজ-অফিসে বেরিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হন মানুষ।
আসরে নামে আরপিএফ। কাঁচরাপাড়ায় লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। লাঠির ঘায়ে আহত হন কয়েকজন অবরোধকারী। আটক করা হয় বেশ কয়েকজনকে। বেলা ১২টার পর শুরু হয় ট্রেন চলাচল। ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।
মহিলা কামরার সংখ্যা বাড়ানোর প্রতিবাদে কাঁচরাপাড়া-হালিশহরে রেল অবরোধ, দুর্ভোগে যাত্রীরা, পুলিশের লাঠিচার্জে উঠল অবরোধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Nov 2017 02:17 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -