হাওড়া: # হুগলির শ্রীরামপুর স্টেশন সংলগ্ন মাছের আড়তে অন্যদিনের মতোই সকাল থেকে ব্যস্ততা। বাস পরিষেবার পাশাপাশি জলপথ পরিষেবাও স্বাভাবিক।

# বারাসতে ধর্মঘটের সমর্থনে মিছিল বার করে বামেরা। চাঁপাডালি মোড়ে যশোর রোড অবরোধ করেন মিছিলকারীরা। কিছুক্ষণ পরে অবরোধ উঠে যায়। সকালে বড়বাজার এলাকা থেকে বার হয় বামেদের মিছিল।

# ধর্মঘটের সমর্থনে বামেদের মিছিল ঘিরে দুর্গাপুর স্টেশন চত্বরে উত্তেজনা। বাম সমর্থকরা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। লাঠিচার্জ করে পুলিশ। গ্রেফতার করা হয় শতাধিক মিছিলকারীকে।

# বনধের প্রভাব নেই জলপাইগুড়িতেও। সকাল থেকে যান চলাচল স্বাভাবিক। জেলার প্রায় সব চা বাগানই খোলা। তবে বিভিন্ন মোড়ে বাড়তি পুলিশি নিরাপত্তা চোখে পড়েছে। ধর্মঘটের সমর্থনে কাউকে রাস্তায় নামতেও দেখা যায়নি।

# বামেদের ডাকা ৬ ঘণ্টার সাধারণ ধর্মঘটে কার্যত কোনও প্রভাবই পড়েনি শিলিগুড়িতে। সকাল থেকে চলছে সরকারি-বেসরকারি বাস। খোলা রয়েছে স্কুল, দোকানপাট। তবে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশবাহিনী। বেলা দশটা নাগাদ হিলকার্ট রোড থেকে একটি মিছিল বের করে বামেরা। নেতৃত্বে সূর্যকান্ত মিশ্র। যোগ দেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যও।

# কর্মী-সমর্থক আসেননি। তাই ধর্মঘটের সমর্থনে সিপিএমের পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকলেও তা বাতিল হয়ে গেল হাওড়ার ডোমজুড়ে। আজ সকাল সাড় সাতটায় নিশ্চিন্দা লোকাল কমিটির অফিসের সামনে থেকে মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু সকাল নটা পর্যন্ত অপেক্ষা করেও দলীয় অফিসে ১০-১৫ জনের বেশি লোক না আসায় মিছিল বাতিল করার সিদ্ধান্ত নিল

# ধর্মঘটের সমর্থনে বামেদের মিছিলকে কেন্দ্র করে হাওড়ার দাশনগরে অশান্তি ছড়াল। দাশনগর থানার সামনে হাওড়া-আমতা রোড অবরোধ করেন মিছিলকারীরা। অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। মিনিট কুড়ি পরে অবরোধ উঠে যায়। সকালে কদমতলা থেকে মিছিল বের করেন বাম কর্মীরা।

# দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার জেটিঘাট থেকে লাল পোল পর্যন্ত ধর্মঘটের সমর্থনে মিছিল করে বামেরা।

ধর্মঘটের বিরোধিতায় কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে আজ সকালে মিছিল বের করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে।



পূর্ব মেদিনীপুরেও একইভাবে জনজীবন স্বাভাবিক।