কলকাতা: বাংলাদেশের অশান্তির প্রতিবাদে রাজ্যজুড়ে আজ সারাদিনই বিজেপির বিক্ষোভ চলছে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির নেতৃত্বে এক প্রতিনিধি দল এদিন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে দেখা করেন। দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, "উনি বলেছেন প্রধানমন্ত্রী সপ্তমীর দিন বলেছেন। বলেছেন তো শুনছেটা কে? এই রাজাকার, জামাত মৌলবাদী শক্তি, এদের বিরুদ্ধে কঠিন ও কঠোর ব্যবস্থা নিতে হবে। নয়তো হিলি আর পেট্রাপোলে গিয়ে আমরাও শুয়ে থাকব।
অন্যদিকে বালিগঞ্জ থেকে গোলপার্ক পর্যন্ত বিজেপির দক্ষিণ মণ্ডলের তরফে প্রতিবাদ মিছিল হয়। মিছিলে সাংসদ দেবশ্রী চৌধুরী সহ রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। বাংলাদেশে ক্রমাগত এই ধরনের হামলা ও হিংসার ঘটনার প্রতিবাদে এদিন শ্যামবাজার মোড়েও বিক্ষোভ দেখায় বিজেপি। তাঁদের দাবি, অবিলম্বে বাংলাদেশে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। এদিন বিক্ষোভরত বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন, বাংলাদেশে অশান্তির প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির বিক্ষোভ
এই ঘটনা নিয়ে অভিনেতা কৌশিক সেন বলেন, "হিন্দু সম্প্রদায়ভুক্ত যে মানুষ তাঁদের যে অধিকার, সেটা যেন কোনওভাবে লঙ্ঘিত না হয়। সে বিষয়ে আমরা বাংলাদেশের সরকারকে আবেদন জানিয়েছি। এর ওপর ভিত্তি করে কোনও সাম্প্রদায়িক শক্তি যেন পাল্টা কিছু করতে না পারে এই রাজ্যে সেটিও দেখতে হবে।"
একই সুর শোনা যায় নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদারের গলায়। তিনি বলেন, "মৌলবাদী শক্তিরা এসব করে আসলে একটা অস্থিরতা তৈরি করতে চান। বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছি। তাঁরাও যেন দৃষ্টান্তমূলক নজরদারির ব্যবস্থা করেন। এ রাজ্যেও যেন সকলে শান্ত থাকতে পারি, অন্যের ধর্মকে সম্মান করতে পারি।"