শিলিগুড়ি: ভুয়ো পরিচয় দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগ। শিলিগুড়ি থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক। পুলিশ সূত্রে খবর, চট্টগ্রামের বাসিন্দা ডেভিড বড়ুয়া নামে ওই ব্যক্তি বেআইনিভাবে এ দেশে এসে নাম ভাঁড়িয়ে থাকতে শুরু করে। নকল পরিচয়ে তৈরি করে জাল ভোটারকার্ড, প্যানকার্ড, আধারকার্ড এমনকী ব্যাঙ্ক অ্যাকাউন্টও।
সম্প্রতি নকল নথি দিয়ে পাসপোর্টেরও আবেদন করে সে। অরূপ কুমার দাস নামে এক ব্যক্তি এই কাজে তাকে সাহায্য করে বলে দাবি। পুলিশ সূত্রে দাবি, পাসপোর্ট ভেরিফিকেশনের সময় সন্দেহ হওয়ায় বিষয়টি খতিয়ে দেখেন তাঁরা। এরপরই অভিযুক্ত ডেভিড বড়ুয়া ও অরূপ কুমার দাসকে গ্রেফতার করে পুলিশ।



অন্যদিকে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ভারতে থাকার অভিযোগে শিলিগুড়ি থেকে গ্রেফতার এক বাংলাদেশি। পুলিশ সূত্রে খবর, মহম্মদ রাজু আহমেদ নামে ওই ব্যক্তি বাংলাদেশ থেকে শিলিগুড়ি এসে কাপড়ের ব্যবসা শুরু করেন। ইতিমধ্যে তাঁর ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও বাংলাদেশে ফিরে যাননি তিনি। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।