পড়ে যান ছাদ থেকে, হাসপাতালে মারা গেলেন এই উঠতি মডেল কন্যা
ABP Ananda, Web Desk | 05 Apr 2018 08:37 AM (IST)
বেহালা: ৪ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু হল বেহালার সত্যেন রায় রোডের বাসিন্দা উঠতি মডেল তিয়াসা মজুমদারের। গতকাল রাত ৯টা ৪০ মিনিটে ওই কলেজ ছাত্রীর মৃত্যু হয়। ৩১শে মার্চ দুপুরে বাড়ির ছাদ থেকে পড়ে মারাত্মক জখম হন তিয়াসা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে স্নায়ুরোগে ভুগছিলেন বছর বাইশের ওই কলেজছাত্রী। প্রাথমিক তদন্তে অনুমান, আত্মহত্যার চেষ্টা করেন তিনি। মানসিক অবসাদের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।