জলপাইগুড়ি: উত্তরবঙ্গ থেকে নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, বিক্ষুব্ধ নেতাদের দলে বরদাস্ত করা হবে না। মঙ্গলবার জলপাইগুড়ির সভা থেকে তৃণমূলনেত্রী বলেন, ১০ বছর ধরে সরকারে থেকে খেলেন, ভোটের মুখে এর ওর সঙ্গে কথা? বরদাস্ত করব না।


আর কোনও রাখঢাক নয়। একেবারে খোলা মঞ্চ থেকে তীক্ষ্ণ আক্রমণ! তৃণমূলের উদ্দেশে কামান দাগলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।'


মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার হেলিপ্যাড ময়দানে, স্বাধীনতা সংগ্রামী তথা তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্তর ১২১তম জন্মদিবস উদযাপন অনুষ্ঠান ছিল।


সেখান থেকেই তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু বলেন, সংবিধানে রয়েছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, কিন্তু এখন ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি কেন থাকবে? এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক, এ রাজ্যে গণতন্ত্র নেই, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।


রাজনৈতিক মহলে জল্পনা শুভেন্দুর তৃণমূল ত্যাগ শুধুই সময়ের অপেক্ষা! চলতি সপ্তাহেই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। আর এই প্রেক্ষাপটেই দলতন্ত্র থেকে পরিবারতন্ত্র। নাম না করেই শুভেন্দুর নিশানায় তৃণমূল।


চলতি সপ্তাহেই বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী। তার আগেই ছাড়তে পারেন বিধায়ক পদ। পেতে পারেন কেন্দ্রীয় নিরাপত্তা। শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।


১৭ ডিসেম্বর স্বাধীন তাম্রলিপ্ত সরকারের একটি অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেবেন শুভেন্দু। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ওইদিনই বিমানে দিল্লি যাবেন।


শুভেন্দুর ঘনিষ্ঠমহল সূত্রের দাবি, ১৮ ডিসেম্বর দিল্লিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পারেন নন্দীগ্রামের বিধায়ক। শনিবার অমিত শাহর সঙ্গে রাজ্যে ফিরে মেদিনীপুরে বিজেপির সভায় থাকতে পারেন শুভেন্দু। খবর ঘনিষ্ঠ মহল সূত্রে।


সূত্রের খবর, মঙ্গলবার সকালে শুভেন্দুকে ফোন করেন কৈলাস। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। সূত্রের দাবি, মিনিট চারেক কথা হয় শুভেন্দু ও কৈলাসের মধ্যে।


কণিষ্ক পণ্ডার পর এবার ধীরেন্দ্রনাথ পাত্র। এদিন দল থেকে পদত্যাগ করেন শুভেন্দু ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতা। মুখে কুলুপ জেলা তৃণমূল নেতৃত্বের।