দক্ষিণ ২৪ পরগনা: বড়সড় নারী পাচার চক্রের হদিশ। পুলিশের জালে ৫ পাচারকারী!
২০০৯ সালে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকা থেকে নিখোঁজ হন এক মহিলা। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তৈরি করা হয় বিশেষ তদন্তকারী দল।
২০১২ সালে বিষ্ণুপুর থানার পুলিশ উদ্ধার করে মহিলাকে। পুলিশের দাবি, তখনই বড়সড় একটি নারী পাচারচক্রের হদিশ মেলে। শুরু হয় নজরদারি। পুলিশের দাবি, কয়েকদিন আগে গোপন সূত্রে খবর আসে, চক্রের কয়েকজন পাণ্ডা, সোনারপুরে জড়ো হবে। সেইমতো জাল পাতে পুলিশ।
সোনারপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে দীপালি দাস নামে এক মহিলা সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, মহিলা দীপালি দাসই চক্রের মূল পাণ্ডা। জেলা থেকে বিভিন্ন মহিলাকে কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে পাচার করত চক্রটি। চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে এই চক্রটি কতজন মহিলাকে পাচার করেছে।
নারী পাচার চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে এক মহিলা সহ ৫ পাণ্ডা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Nov 2017 10:10 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -