কলকাতা: দেশের মধ্যে এ বছর ডেঙ্গিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে। স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে এমনটাই উল্লেখ। আজ রাজভবনে মিলল ডেঙ্গি ও বন্ধু মশার লার্ভা।
বৃষ্টির মতোই খামখেয়ালি ডেঙ্গি! ক্রমেই সে হয়ে উঠছে মারাত্মক! মঙ্গলবার রাতে, ডেঙ্গি আক্রান্ত হয়ে পার্ক সার্কাসের বাসিন্দা ৬ মাসের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। এর আগে সোমবার নিউটাউনে মারা যান এক গৃহবধূ, পশ্চিম মেদিনীপুরের বেলদায় ডেঙ্গির বলি হন এক কলেজ ছাত্র।
এই পরিস্থিতিতে কেন্দ্রের রিপোর্টে ডেঙ্গি নিয়ে উঠে এল উদ্বেগজনক তথ্য! স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে উল্লেখ, পশ্চিমবঙ্গে এ বছর ডেঙ্গিতে মৃত্যু সবচেয়ে বেশি। ২২ জনের। ৩১ অগাস্ট পর্যন্ত আক্রান্তর সংখ্যা ৫ হাজার ১২৯।
পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাস জানান, ম্যালেরিয়ার মশা অ্যানোফিলিসকে বলা হয় স্মার্ট ফিলার। নার্ভাস ফিলার হচ্ছে ডেঙ্গির মশা। রক্ত খেতে গিয়ে চটজলদি এক জায়গা থেকে অন্য জায়গায় পালায়। তাই ডেঙ্গি ছড়ায়। এডিস ইজিপ্টাইয়ের সামনে দুটো শুঁড় দিয়ে কেমিক্যাল অ্যানালিসিস করে। ঘামের গন্ধে মুভমেন্ট অ্যানালিসিস করে। মানুষের মোশন বুঝতে পারে।
এদিন রাজভবন পরিদর্শনে যায় পুরসভার প্রতিনিধি দল। স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ জানিয়েছেন, রাজভবনের বাঁশঝাড়ে ডেঙ্গির মশার লার্ভা পাওয়া গিয়েছে। পাশাপাশি, রাজভবনে মিলেছে টক্সোরিঙ্কাইটিস প্রজাতির মশার লার্ভা। যাদের বন্ধু মশা বলা হয়। এই মশার পিউপা তুলনামূলকভাবে বড় হয়। যারা ডেঙ্গির মশা এডিস এজিপ্টাইয়ের মশার লার্ভা খেয়ে নেয়।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ডেঙ্গিতে ‘প্রথম’ বাংলা, বলছে কেন্দ্রীয় রিপোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Sep 2016 02:21 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -