কলকাতা: 'বিজেপির যোদ্ধা হিসেবে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে আমার লড়াই চলবে'। শনিবার ট্যুইট করে এমনটাই জানালেন বিজেপির মুকুল রায়। প্রসঙ্গত গতকালই শপথের পর, সুব্রত বক্সীর সঙ্গে মুকুলের শুভেচ্ছা বিনিময় নিয়ে গুঞ্জন দেখা দেয় রাজনৈতিক মহলে। আর তারপরেই আজ টুইট করেন বিজেপি নেতা মুকুল। লেখেন, 'আমাকে ঘিরে যাবতীয় জল্পনা বন্ধ হোক। আমি আমার রাজনৈতিক পথে অনড় রয়েছি।' 



শুক্রবার নদিয়ার বিধায়কদের শপথের কর্মসূচি ছিল। এদিন বিধানসভায় এসে শপথ গ্রহণ করলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়। বিধানসভায় শপথ নিয়েও নীরব ছিলেন মুকুল।


উল্লেখ্য, এদিন বিধানসভায় ঢুকেই তৃণমূল পরিষদীয় দলের ঘরে যান প্রাক্তন তৃণমূল নেতা। সেখানে এক সরকারি আধিকারিকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন পরে অধিবেশন কক্ষে থাকা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় মুকুলকে। 


শুক্রবার বিধানসভায় নতুন বিধায়কদের সঙ্গে বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু সেই বৈঠকেও যোগ দেননি মুকুল। বৈঠকে উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারীও।


এদিন বিধানসভা থেকে বেরনোর সময়ে তাঁকে প্রশ্ন করা হলে এ বিষয়ে কিছুই বলেননি বিজেপির বিধায়ক। বরং এ দিন জল্পনা বাড়িয়ে তিনি বলেন, 'যা বলার পরে সাংবাদিকদের ডেকে বলব।' পাশাপাশি ছিলেন না বিজেপির পরিষদীয় দলের বৈঠকেও। একের পর এক বেসুরে অবস্থানে জল্পনা বেড়েছিল রাজনৈতিক মহলের অন্দরে। যদিও এ নিয়ে শুরু থেকেই কোনও কথা বলেনি বিজেপি। এরপর রাত পোহাতেই জল্পনায় জল ঢাললেন বিজেপির বিধায়ক মুকুল রায়। তিনি যে দল বদল করছেন না তা স্পষ্ট করলেন ট্যুইটেই।