কেরলে কাজে গিয়ে মৃত্যু বাঁকুড়ার যুবকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Dec 2017 07:59 PM (IST)
কলকাতা: রাজস্থানের পর এবার কেরল!ফের ভিনরাজ্যে কাজে গিয়ে প্রাণ গেল আরও এক বঙ্গ সন্তানের! কয়েকদিন আগে রাজস্থানের রাজসমন্দে নৃশংসভাবে খুন করা হয় মালদার কালিয়াচকের বাসিন্দা আফরাজুল খানকে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কর্মসূত্রে কেরলে গিয়ে প্রাণ গেল বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার বাসিন্দা, বছর ৩৪ রায়ের হেমন্ত রায়ের।পেশায় মোটর মেকানিক ছিলেন তিনি।কাজ করতেন কেরলের পানাভাল্লিতে। রবিবার রাতে শেষবার স্ত্রী-র সঙ্গে ফোনে কথা হয় হেমন্তর। তারপর আর হেমন্তর সঙ্গে যোগাযোগ করা যায়নি। মৃতের পরিবারের দাবি, সোমবার ইন্দাসেরই এক যুবক যিনি কর্মসূত্রে কেরলে থাকেন, তিনি হেমন্তর বাড়িতে ফোন করে জানান....হেমন্তের গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়েছে। বছর দু’য়েক আগে বিয়ে করেছিলেন হেমন্ত। তাঁর ৬ মাসের শিশুকন্যাও রয়েছে। পুজোর সময় বাড়ি এসেছিলেন তিনি। চলতি মাসের শেষে ফের বাড়ি আসার কথা ছিল।কিন্তু তার আগেই এল দুঃসংবাদ। ইতিমধ্যে কেরল পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে ইন্দাস থানার পুলিশ। সেখান থেকে বাঁকুড়ায় আনা হবে হেমন্ত রায়ের মৃতদেহ। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, কেরল পুলিশ বলেছে, এটা আত্মহত্যার ঘটনা। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছি আমরা। তারপরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।