ভাঙড়: রণক্ষেত্র ভাঙড়, মুখোমুখি পুলিশ-বিক্ষোভকারী। দফায় দফায় খণ্ডযুদ্ধ। ইট-কাঁদানে গ্যাস-লাঠিচার্জ।
ভাঙড়ে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু। মৃত গ্রামবাসীর নাম আলমগীর। এলাকায় অশান্তির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২। এর আগে গুলিবিদ্ধ মফিজুল খানের মৃত্যু হয়।
এদিকে এডিজি আইনশৃঙ্খলা জানিয়েছেন, ভাঙড়ে পুলিশ গুলি চালায়নি। গুলি চালিয়েছে বহিরাগতরা।
ভাঙড়ের অশান্ত আন্দোলনের নেপথ্যে মাওবাদীরা। জড়িত যাদবপুরের ৪০-৫০ জন পড়ুয়া। নবান্নকে পুলিশের রিপোর্ট। মদতদাতাদের চিহ্নিত করার নির্দেশ।
এদিন উত্তপ্ত ভাঙড়ে খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ। এবিপি আনন্দের প্রতিনিধি ও ক্যামেরাম্যানকে বেধড়ক মারধর পুলিশের। ভেঙে দেওয়া হয়েছে ক্যামেরাও।
কাজ বন্ধ করার পরেও কেন অশান্তি? প্রশ্ন বিদ্যুত্ মন্ত্রীর। বিক্ষোভকারীদের আলোচনায় বসার ডাক। গ্রামবাসীরা কেন গ্রেফতার? প্রশ্ন সুজন চক্রবর্তীর। প্রশাসনের অতি সক্রিয়তায় অশান্তি, মন্তব্য অধীর চৌধুরীর।
আজ সকাল থেকে অগ্নিগর্ভ ভাঙড়। পাওয়ার গ্রিডের কাজ বন্ধ হওয়ার পরেও সকাল থেকে রণক্ষেত্র মাছিভাঙা, খামারআইট, পদ্মপুকুর গ্রাম। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পাল্টা লাঠিচার্জ পুলিশের। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসও ছোড়ে। গ্রামবাসীদের অভিযোগ, বাড়িতে ঢুকে ভাঙচুর চালাচ্ছে পুলিশ। ভয়ে গ্রামছাড়া বহু মানুষ।
বেশ কয়েকজনের খোঁজ মিলছে না বলেও অভিযোগ। পাওয়ার গ্রিড প্রকল্পের কাজ বন্ধের দাবিতে গত কয়েকদিন ধরেই ভাঙড়ের বিভিন্ন এলাকায় চলছে প্রতিবাদ-বিক্ষোভ।গতকাল সন্ধেয় আন্দোলনকারীদের দুই নেতাকে আটক করে কাশীপুর ও নিউটাউন থানার পুলিশ। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গাছের গুঁড়ি ফেলে, আগুন জ্বেলে শুরু হয় হাড়োয়া রোড অবরোধ। পরে ওই দুই নেতাকে ছেড়ে দিলে অবরোধ উঠে যায়। সমাধান সূত্র না মেলা পর্যন্ত পাওয়ার গ্রিডের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিদ্যুত্ দফতর।
এরইমধ্যে ভাঙড়ে গুলিবিদ্ধ হন এক আন্দোলনকারী। কলকাতায় চিকিত্সার জন্য নিয়ে আসা হল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম মফিজুল খান।
মৃতের ভাইয়ের অভিযোগ, আরাবুলের ছেলেরা গুলি চালিয়েছে। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের।
মানুষ না চাইলে জমি অধিগ্রহণ নয়। ভাঙড়কাণ্ডে ট্যুইট মুখ্যমন্ত্রীর। প্রয়োজনে বিদ্যুত্ প্রকল্প সরানোর ইঙ্গিত। কৃষি জমির চরিত্র বদল হবে না। প্রশাসনের আশ্বাসবার্তা।
পুলিশকে সংযত থাকতে বলল নবান্ন। কোনও অবস্থাতেই যেন পুলিশ গুলি না চালায়। নির্দেশ প্রশাসনের। কলকাতা পুলিশকে ভাঙড়ে যেতে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
রণক্ষেত্র ভাঙড়, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, আক্রান্ত সংবাদমাধ্যম,গুলিবিদ্ধ হয়ে ২ গ্রামবাসীর মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jan 2017 04:07 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -