Bharat Bandh Day 2 Highlights: কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে বামেদের ডাকা ধর্মঘটের আজ দ্বিতীয় দিন। কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে বামেদের ডাকা ধর্মঘটের প্রথমদিনে প্রভাব পড়েছে ব্যঙ্কিং পরিষেবায়। সোমবার কলকাতার ডালহৌসিতে বিভিন্ন ব্যাঙ্কের আঞ্চলিক সদর দফতরের সামনে বিক্ষোভ দেখায় বাম সংগঠনগুলি। মঙ্গলবারও কি শহর ও জেলায় বনধের সমান প্রভাব পড়তে পারে? তা দেখতে জেলায় জেলায় ছড়িয়ে এবিপি আনন্দ-র প্রতিনিধিরা। 


বাঘাযতীন
আজ সকালে বাঘাযতীনে ধর্মঘটের সমর্থনে মিছিল করেন বাম কর্মী-সমর্থকরা।  গতকাল বামেদের ডাকা এই ধর্মঘটের বিক্ষিপ্ত প্রভাব পড়ে ব্যাঙ্ক পরিষেবায়।  


শ্যামবাজার
সকাল ৭টা নাগাদ দেখা যায়, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে গাড়ির সংখ্যা অন্যদিনের তুলনায় কিছুটা কম। বাসেও ওই সময় যাত্রীসংখ্যা কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যা বাড়ে।  


উত্তর ২৪ পরগনা
উত্তর ২৪ পরগনার বারাসাতের কলোনি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক আজ সকাল ৭টা নাগাদ অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা। 


পূর্ব মেদিনীপুর
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ১১৬-র বি জাতীয় সড়কে আজ সকাল ৬টা থেকে অবরোধ করেন ধর্মঘটীরা। দিঘা যাওয়ার এই রাস্তায় অবরোধের জেরে দাঁড়িয়ে যায় সার সার গাড়ি।  সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহির নেতৃত্বে চলে অবরোধ।  


কোচবিহার
কোচবিহারে আজও বেসরকারি বাস চলছে না। দোকানওপাটও কিছু জায়গায় বন্ধ। পুলিশি পাহারায় চলছে সরকারি বাস। এরই মধ্যে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি।





বীরভূম
বীরভূমের রামপুরহাটে আজ সকালে মিছিল করেন বাম কর্মী সমর্থকরা। বাসস্ট্যান্ড সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়ক মিনিট দশেক অবরোধ করা হয়।  


পশ্চিম মেদিনীপুর 
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আজ সকাল সাড়ে ৬টা নাগাদ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন বাম কর্মীরা। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।  


পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাস থেকে হুমকি দিয়ে যাত্রীদের নামিয়ে দিলেন ধর্মঘটের সমর্থকরা। আজ সকাল সাড়ে ৭টা নাগাদ এই ঘটনা ঘটেছে  পশ্চিম মেদিনীপুরে।  বন্ধ করে দেওয়া হয় টিকিট কাউন্টারও।